Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

শেরপুরে মাদকসেবী সাবেক ইউপি সদস্যকে ৬ মাসের কারাদন্ড

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০২০, ৬:৫২ পিএম

মাদকদ্রব্য বহন ও সেবনের অভিযোগে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হাতিবান্দা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য খোকন মিয়াকে (৫১) ছয় মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বুধবার (২৩ ডিসেম্ভর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল মাহমুদ এ কারাদন্ড দেন। খোকন উপজেলার হাতিবান্দা ইউনিয়ের লয়খা এলাকার মৃত আঃ বারিকের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, খোকন মিয়ার বসত ঘর থেকে ১০০ গ্রাম গাঁজাসহ সেবনরত অবস্থায় তাকে আটক করা হয়। নেশা করার দায় স্বীকার করায় তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) ২১ ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং এক হাজার টাকা জরিমানা করা হয়। বিকেলে তাকে জেলা হাজতে পাঠানো হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শেরপুরের সহকারী পরিচালক মো. মশিউর রহমান সোহেল ও পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো. এনামুল হক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কারাদণ্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ