Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উন্নয়নে ধর্মীয় ভেদাভেদ বাধা হয়নি : মোদি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে গিয়ে স¤প্রীতির বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই সংবিধানের সব অধিকার ভোগ করেন। উন্নয়নের প্রশ্নে সরকারও জাতি, ধর্মের ভেদাভেদ করে না বলে মন্তব্য করেন মোদী। সোমবার উত্তরপ্রদেশে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে ছাত্রদের উদ্দেশে তিনি বলেন, ‘‘দেশ এমন এক উন্নয়নের পথে এগোচ্ছে, যেখানে গরিব-মধ্যবিত্তদের জন্য সরকারের সমস্ত উন্নয়নম‚লক প্রকল্প ধর্মীয় ভেদাভেদ ছাড়াই দেশের সকলের কাছে সমান ভাবে পৌঁছচ্ছে। আমরা এমন পথে এগোচ্ছি, যেখানে ধর্মের কারণে কাউকেই পিছনে রাখা হচ্ছে না এবং সবাই নিজেদের স্বপ্নপ‚রণের লক্ষ্যে এগিয়ে চলেছে।’’ বিজেপির বিরুদ্ধে বরাবরই ধর্মীয় মেরুকরণের অভিযোগ। উগ্র জাতীয়তাবাদের রাজনীতির অভিযোগেও নানা সময়ে সরব বিরোধীরা। এবিপি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মোদি

২৮ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ