Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

ক্রিস্টেন উইগ ‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’-এর সুপারভিলেন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

আসন্ন সুপারহিরো অ্যাডভেঞ্চার ফিল্ম ‘ওয়ান্ডার ওম্যান নাইন্টিন এইটিফোর’-এ সুপারভিলেন চিতা’র ভূমিকায় অভিনয় করবেন ক্রিস্টেন উইগ। চিতা চরিত্রটির আদলের জন্য তাকে কঠোর শরীরচর্চার রুটিন পালন করতে হয়েছে বলে তিনি জানিয়েছেন। তিনি জানান ট্রেইনার জেনি পেইসির অধীনে তাকে প্রায় আটমাস এজন্য কসরত করতে হয়েছে। “চিতার ভূমিকায় আমাকে এই বিড়াল জাতীয় প্রাণীটির শিকার ধরার ভঙ্গি, কাঁধের নড়ন আর থাবা দেয়ার ভঙ্গি আয়ত্ত করতে হয়েছে।” “শরীরের ওজন যাতে বেড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হয়েছে করণ চিতা হল দীর্ঘকায় এবং শীর্ণ ধরণের প্রাণী। জেনি অতুলনীয়, সে চলার ভঙ্গী শেখাবার জন্য সরাসরি স্টান্ট টিমের সঙ্গে কাজ করেছে। আমার শরীরের প্রায় সব পেশীই যাতে কাজে লাগাতে হয় তা শিখিয়েছে সে,” উইগ বলেন। প্যাটি জেনকিন্সের পরিচালনায় ‘ওয়ান্ডার ওম্যান’-এর সিকুয়েলটিতে গ্যাল গাদত কেন্দ্রীয় ভূমিকায় ফিরেছেন। ফিল্মটিতে চিতা ওরফে বারবারা মিনার্ভার ভূমিকায় উইগ ছাড়া ম্যাক্স ওয়েল লর্ডের ভূমিকায় আছেন পেড্রো প্যাস্কাল। উইগ তার চরিত্র সম্পর্কে বলেন : “বারবারার চিতাতে পরিবর্তন শারীরিকের পাশাপাশি মানসিকও। তার পোশাক প্রথমে ছিল বেখাপ্পা ঢোলা, পরে সে আরও আঁটো পোশাক পরা শুরু করে আর মেক-আপও বাড়িয়ে দেয়। তার আচরণও বদলে যেতে থাকে।”

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওয়ান্ডার


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ