নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : তৃর্ণমূল পর্যায় থেকে দেশের হকিকে তুলে আনতে বাংলাদেশ হকি ফেডারেশন এবার প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে পাইওনিয়ার লিগ। এ আসরে প্রিমিয়ার লিগের ১১টি ক্লাবের বয়স ভিত্তিক দলের খেলার কথা থাকলেও জানা গেছে, রাখা হয়নি তিনটি ক্লাবকে। যারা প্রায় দেড়মাস আগে শেষ হওয়া ঘরোয়া হকির জনপ্রিয় আসর গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার লিগে দাপটের সঙ্গেই খেলে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে। যদিও পাইওনিয়ার হকি লিগ আয়োজনের বিষয়টি এখনো প্রস্তাবনা আকারেই রয়েছে। তবে অভিযোগ আছে এই প্রস্তাবনায় বাদ দেয়া হয়েছে, ঢাকা ওয়ান্ডারার্স, ওয়ারী ও বাংলাদেশ স্পোর্টিং ক্লাবকে। অথচ এই তিন দলের মধ্যে বাংলাদেশ স্পোর্টিং ও ওয়ান্ডারার্স ক্লাব এবারের প্রিমিয়ার লিগে সুপার সিক্সে খেলা দল। কিন্তু অভিযোগ আছে সুপার সিক্সের দুই দল বাংলাদেশ স্পোর্টিং এবং ওয়ান্ডরার্স ক্লাবসহ ওয়ারীকেও আমন্ত্রণ জানানো হয়নি পাইওনিয়ার লিগে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।