Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওয়ান্ডারার্স ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১ জুলাই, ২০২১, ৮:০২ পিএম | আপডেট : ৯:৫৭ পিএম, ১ জুলাই, ২০২১

ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের ১৬ জুলাইয়ের নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার মো. আবদুল কাদের। কমিশনের অন্য দুই সদস্য খোরশেদ আলম তপন ও শেখ মো. জাবেদ আলী। গত ২৭ জুন নির্বাচন কমিশনের এক সভা অনুষ্ঠিত হয়। সেখানে ঘোষিত তফসিল অনুযায়ী ৬ ও ৭ জুলাই খসড়া ভোটার তালিকা প্রকাশ, আপত্তি ও শুনানী এবং পরদিন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন। ৯ জুলাই মনোনয়নপত্র বিতরণ ও পরদিন দাখিল এবং ১১ জুলাই মনোনয়নপত্র বাছাই ও পরদিন প্রত্যাহারের দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে। ১৪ জুলাই চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। রাজধানীর জনসন রোডের স্টার হোটেলে অনুষ্ঠিত হবে ওয়ান্ডারার্স ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন। প্রায় চার শতাধিক সদস্য নির্বাচনে ভোট দেবেন। তার আগে বৃহস্পতিবার থেকে নির্ধারিত ফি’র মাধ্যমে শুরু হয়েছে ক্লাবের সদস্যপদ নবায়ন কার্যক্রম। যা চলবে ৫ জুলাই পর্যন্ত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ