Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘দ্য ওয়ান্ডার ইয়ার্স’ থেকে বাদ পড়লেন ফ্রেড স্যাভেজ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ মে, ২০২২, ১২:০৩ এএম

একসময় (১৯৮৮-১৯৯৩) তিনি জনপ্রিয় টিভি সিরিজ ‘দ্য ওয়ান্ডার ইয়ার্স’-এ কেভিন আর্নল্ডের ভূমিকায় অভিনয় করতেন। সিরিজটি রিবুট হতে যাচ্ছে আর তাতে নির্বাহী প্রযোজক এবং পরিচালকের নতুন দায়িত্ব পেয়েছিলেন স্যাভেজ। কিন্তু অসঙ্গত আচরণের কারণে নির্মাতা সংস্থা তাকে এই দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে। সম্প্রতি আমরা ফ্রেড স্যাভেজের অসঙ্গত আচরণের অভিযোগ পেয়েছি। আমাদের নীতি ও তদন্তের সাপেক্ষে আমরা তার প্রমাণ পেয়েছি। তাই আমরা তাকে ‘দ্য ওয়ান্ডার ইয়ার্স’ সিরিজের নির্বাহী প্রযোজক এবং পরিচালকের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছি, টোয়েন্টিয়েথ টেলিভিশন এক ভাষ্যে প্রকাশ করেছে। টোয়েন্টিয়েথ টেলিভিশন অবশ্য এই অসঙ্গত আচরণের বিষদ জানায়নি। এছাড়া স্যাভেজের প্রতিনিধিও কোনও তথ্য জানায়নি। প্রাথমিকভাবে এবিসি নেটওয়ার্কের সিরিজটিতে স্যাভেজ (৪৫) শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেন। সিরিজটি ১৯৬০ থেকে ১৯৭০ দশক পর্যন্ত মার্কিন এক শহরতলীতে এক শ্বেতাঙ্গ পরিবারে গল্প। নতুন সিরিজটি অ্যালাবামার মন্টগোমারির এক কৃষ্ণাঙ্গ পরিবারকে নিয়ে; প্রেক্ষাপট ১৯৬০ দশকের শেষভাগ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ‘দ্য ওয়ান্ডার ইয়ার্স’ থেকে বাদ পড়লেন ফ্রেড স্যাভেজ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ