Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুলপুর থানায় নারী মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও সংবর্ধনা প্রদান

ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০২০, ৫:৫৭ পিএম

"মুজিববর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার" এই শ্লোগানকে সামনে রেখে ফুলপুর থানায় মঙ্গলবার বিকালে মুজিব শতবর্ষ উপলক্ষে নারী মুক্তিযোদ্ধা ও নারী মুক্তিযোদ্ধা (বিরাঙ্গনা)দের সম্মাননা ও সংবর্ধনা দেয়া হয়েছে।
ফুলপুর থানা আয়োজিত নারী মুক্তিযোদ্ধা (বিরঙ্গনা)দের সম্মাননা ও সংবর্ধনা
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার জয়িতা শিল্পী।
ফুলপুর থানার অফিসার ইনচার্জ ইমারত হোসেন গাজী'র সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন, ওসি তদন্ত মাহবুবুর রহমান, মুক্তিযোদ্ধ গবেষক ও সাংবাদিক এটিএম রবিউল করিম রবি, ফুলপুর থানার এস আই আশরাফুল আলম, এস আই ফাইজুর রহমান, এস আই আবুল বাসেত, সাংবাদিক নুরুল আমিন, সাংবাদিক নাজিম উদ্দিন, বিল্লাল হোসেন, মোস্তফা খান, আব্দুল মান্নান, কামরুল ইসলাম প্রমুখ।

ফুলপুর থানা পুলিশ কর্তৃক সম্মাননা ও সংবর্ধনা প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা (বিরঙ্গনা)গণ হলেন, ময়মনা খাতুন (ফতেপুর), রেজিয়া খাতুন (ইমাদপুর), সুরবালা সিং (পশ্চিম বাখাই), সালেহা খাতুন (লাউয়ারী), শহর বানু (লাউয়ারী), সাহেরা খাতুন (পাইকপাড়া), কমলা ক্ষত্রীয় (পূর্ব বাখাই)।
এই ৭ জন নারী মুক্তিযোদ্ধা (বিরঙ্গনা)র হাতে সম্মাননা ও ফুল তোলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার জয়িতা শিল্পী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংবর্ধনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ