নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
সংকটের মধ্যেই যেন হাজির মহাসংকট। অ্যাডিলেডে ৩৬ রানে গুটিয়ে যাওয়ার বিপর্যস্ত পরিস্থিতির রেশ এখনো কাটেনি। এরমধ্যেই খারাপ খবর পেল ভারত। দলের পেস আক্রমণের অন্যতম এক ভরসা মোহাম্মদ শামি ছিটকে গেছেন বাকি সিরিজ থেকে। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো দল সূত্রের বরাত দিয়ে এমন খবরই নিশ্চিত করেছে।
অ্যাডিলেডে সেদিন ৩৬ রানে ৯ উইকেট হারানো অবস্থায় ব্যাট করছিলেন শামি। তখন প্যাট কামিন্সের এক বাউন্সারে ডানহাতে চোট পান তিনি। তিনি আর ব্যাট করতে না পারলে ইনিংস শেষ হয় ওই অবস্থাতে। টেস্টের পরই শামির হাতে করা হয়েছিল স্ক্যান। সেই স্ক্যানের রিপোর্ট এসেছে সোমবার। ক্রিকইনফো জানায়, তাতে শামির হাতে চিড় ধরা পড়েছে। ফলে এই ডানহাতি পেসারকে বাকি তিন টেস্টে আর পাচ্ছে না ভারত। ২৬ ডিসেম্বর মেলবোর্নে শুরু হবে বক্সিং ডে টেস্ট। ব্যক্তিগত কারণে আগেই ছুটি নেওয়ায় নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি থাকছেন না। ছোট শামির ছিটকে পড়ায় একাদশে আরেকটি বদল নিশ্চিত হয়ে গেল।
অস্ট্রেলিয়া সফরের আগে থেকেই চোটে ছিলেন অভিজ্ঞ পেসার ইশান্ত শর্মা। উমেশ যাদব আর জাসপ্রিট বুমরাহর সঙ্গে তাই পেস আক্রমণে বড় ভরসা ছিলেন শামি। তিনিও ছিটকে যাওয়ায় কার্তিক তিয়াগি, টি নাটরাজন বা শার্দুল ঠাকুরের কাউকে দলে নেওয়া হতে পারে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।