Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সউদীতেও এখন ক্রিসমাস সামগ্রী বিক্রি হচ্ছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০২০, ৩:৩২ পিএম

সউদী আরবের মতো ইসলামি রাষ্ট্রেও এখন ক্রিসমাস সামগ্রী বিক্রি শুরু হয়েছে। আগামী ২৫ ডিসেম্বর খ্রিষ্টানদের বড়দিন পালিত হবে। এ উপলক্ষে সউদী আরবে প্রথমবারের মতো বিক্রি হচ্ছে ক্রিসমাস সামগ্রী। স্থানীয়রা এ ঘটনাকে অবিশ্বাস্যো বর্ণনা করে বলেছেন, এটি অকল্পনীয়, বিরল ঘটনা!

সৌদি আরবের মতো ইসলামি রাষ্ট্রে যেখানে মুসলিম ছাড়া অন্যদের ধর্মচর্চায় এক ধরনের নিষেধাজ্ঞা ছিল। তবে সাম্প্রতিক সময়ে সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান রক্ষণশীলতা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন। তিনি দেশটিতে আধুনিক ইসলাম প্রচলন করতে চাইছেন। এ পরিপ্রেক্ষিতে দেশটির বিভিন্ন স্থানে এবার বড়দিন উপলক্ষে ক্রিসমাস সামগ্রী বিক্রি হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন সৌদি বাসিন্দা বলেন, আমি কোনোদিন কল্পনাই করিনি, সৌদিতে এটি দেখতে পাব। আমি বিস্মিত!
তিন বছর আগেও সৌদিতে খোলাবাজারে ক্রিসমাস সামগ্রী এভাবে বিক্রি অসম্ভব ব্যাপার ছিল। দেশটিতে লেবানন প্রবাসী মেরি বলেন, আমার অনেক বন্ধু লেবানন থেকে কিনে এনে এখানে ক্রিসমাস সামগ্রী বিক্রি করছেন। স্থানীয় এক দোকানের ব্যবস্থাপক ওমর জানান, এখন সময় বদলে গেছে। বিভিন্ন দোকানে শুধু ক্রিসমাস সামগ্রীই নয়, হ্যাঁ লোইনের পোশাকও বিক্রি হচ্ছে। তথ্যরসূত্র: আল-আরাবি ডটকম



 

Show all comments
  • Sheikh Ahasan Uddin ২১ ডিসেম্বর, ২০২০, ৪:০৭ পিএম says : 0
    নাউজুবিল্লাহ, নবিজি সাঃ এর মিলাদুন্নবীর বিরুদ্ধে বকবক করলে,আহলে বায়তে রাসূল (সাঃ)এর শানে বেয়াদবি করলে যা হয়।
    Total Reply(1) Reply
    • sohail ullah ২১ ডিসেম্বর, ২০২০, ৪:৪০ পিএম says : 0
      kutay bicry hosse tikana?

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সউদী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ