Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

চলনবিলাঞ্চলে প্রচন্ড শীত ও কুয়াশা

চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

পাবনার চাটমোহরসহ চলনবিলাঞ্চলে ঘন কুয়াশা আর তীব্র শীত বাড়ছে। শীতের তীব্রতায় মানুষসহ পশুপাখি জবুথবু হয়ে পড়ছে। দিন ও রাতের তাপমাত্রা কমেছে আর বেড়েছে কুয়াশার তীব্রতা। চাটমোহরসহ চলনবিল অধ্যুষিত জনপদে বাড়ছে শীতের তীব্রতা। ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে পুরো প্রকৃতি। বিকেল থেকেই কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে চারদিক। দুপুর অবধি কুয়াশায় ঢাকা থাকেছে জনপদ। গত দুইদিন এসব অঞ্চলে সূর্যের মুখ দেখা যাচ্ছে না। ঘন কুয়াশার কারণে সড়ক ও মহাসড়কে যানবাহনগুলো হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে। উত্তরের ঠান্ডা বাতাসে জনজীবন বিপর্যস্থ হয়ে পড়েছে। শীতের তীব্রতা ক্রমেই বাড়ছে। বিল এলাকার দরিদ্র ও ছিন্নমূল মানুষ কষ্টে পড়েছে। পুরাতন শীত বস্ত্রের দোকানেও ভিড় বেড়েছে। তীব্র শীতে বৃদ্ধ আর শিশুদের ঠান্ডাবাহিত রোগের প্রকোপ দেখা যাচ্ছে। স্থানীয় হাসপাতাল ও ডাক্তার খানায় এ ধরণের রোগীর ভীড় দেখা যাচ্ছে। ঘন কুয়াশা আর তীব্র শীতের কারণে বোরো বীজতলা নিয়ে বিপাকে পড়েছে কৃষক। কুয়াশা থেকে বাঁচাতে চেষ্টা করছে ধানের চারা। বিভিন্ন উপজেলা প্রশাসন থেকে ইতোমধ্যে দরিদ্র শীতার্তদের জন্য কম্বল বরাদ্দ দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শীত-কুয়াশা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ