বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিষাক্ত গ্যাস ছড়ানার অভিযোগ উঠছে সিলেটের ফেঞ্চুগঞ্জের শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড’র বিরুদ্ধে। নির্গত গ্যাসে ক্ষতিগ্রস্থ হচ্ছে স্থানীয়দের ক্ষেতকৃষি, ফসল ও গবাদিপশু। এঘটনায় আজ (রোববার) কারখানা এলাকায় মানববন্ধন করেছেন চিলুয়া ও চালতা হাওরের চারপাশের কৃষক, মৎসজীবি ও বিভিন্ন শ্রেনী পেশার সচেতন মানুষ।
মানববন্ধনে বক্তরা বলেন, সারকারখানার নির্গত বিষাক্ত গ্যাসের কারনে ফসলের জমি, ধানের চারা, মাছ সহ বিভিন্ন প্রাণীর রোগব্যাধি ঘটছে প্রতিদিন। একই সাথে গ্যাস মিশ্রিত হাওরের পানি পান করে এক কৃষকের দুইটা গরুও মারা যাওয়া ঘটনা ঘটে। দ্রুত কারখানার বিষাক্ত গ্যাস নিয়ন্ত্রনে ব্যবস্থা না নিলে কঠিন কর্মসূচির হুশিয়ারী দিয়েছেন এলাকাবাসী। এমনকি ৩দিনের আল্টিমেটামও দিয়েছেন তারা। মানববন্ধনে আন্দোলন কমিটির আহবায়ক মঈদ উদ্দিনের সভাপতিত্বে ও শেখ মোমিনুল হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন- শিক্ষক শহিদুজ্জামান ছুটু, সিরাজুল ইসলাম চৌধুরী, বিজয় রন্জন দে, মুজিবুর রহমান মনির, হেলাল উদ্দিন শামীম, জি এস আব্দুল মতিন, মামুন আহমদ নেওয়ার, জিল্লুর রহমান, জায়েদ ইকবাল ডালিম, আবুল হোসেন, রুমেল আহমদ, আমিনুল ইসলাম, সতেন্দ্র বিশ্বাস, নীল মনি, সাহেদ আহমদ, আসাদুল রহমান, মুজিবুর রহমান, দেওয়ান ফাহিম, রাকাদ আহমদ প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।