মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রে মার্কিন কংগ্রেস ৯০০ বিলিয়ন ডলারের রিলিফ প্যাকেজ অনুমোদনে একমত হয়েছে। স্থানীয় সময় শনিবার রাতে নিজের মধ্যকার মতাদর্শগত পার্থক্য দূর করে রিলিফ প্যাকেজ অনুমোদন দিতে চুক্তি করতে সম্মত হয়েছে শাসক ও বিরোধী দল। খবর সিএনএনের।
রিলিফ প্যাকেজ অনুমোদনের বিষয়ে রিপাবলিকান ও ডেমোক্রেটদের মধ্যে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। স্থানীয় সময় রবিবার হাউজ ও সিনেট প্যাকেজটি অনুমোদন দেবে ইঙ্গিত করে সিনেটের সংখ্যালঘু দলের নেতা চাক শুমার বলেন, আমরা চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছি। এ প্যাকেজের মাধ্যমে চাকরিহীনদের প্রতি সপ্তাহে ৩০০ ডলার, ৬০০ ডলার সরাসরি অর্থ বিতরণ, ক্ষুদ্র ব্যবসায় ঋণ হিসেবে ৩৩০ বিলিয়ন, স্কুলগুলোর জন্য ৮০ বিলিয়ন এবং করোনার টিকা বিতরণে বিলিয়ন ডলার ব্যয় হতে পারে। সূত্র : সিএনএন
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।