Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টানা ৩য় বার মার্কিন কংগ্রেসম্যান হলেন বাংলাদেশী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০১৮, ৫:৫৩ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্য থেকে পার্লামেন্ট মেম্বার হিসেবে আবারও বিজয়ী হয়েছেন প্রবাসী বাংলাদেশি আবুল খান। এবার নিয়ে টানা তৃতীয় বারের মতো নির্বাচিত হলেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান দলের হয়ে ‘স্টেট রিপ্রেজেন্টেটিভ’ হিসেবে নির্বাচিত হয়েছেন আবুল। দলটির হয়ে ডিস্ট্রিক্ট-টোয়েন্টি থেকে নির্বাচিত হয়েছেন তিনি। রিপাবলিকান দলে একমাত্র বাংলাদেশি হিসেবে আবুল খান বেশ উচ্চপর্যায়ে রয়েছেন। এছাড়া রিপাবলিকানদের হয়ে তিনিই একমাত্র নির্বাচিত বাংলাদেশি। মঙ্গলবার রাতে নির্বাচনে জয়ী হওয়ার পর বরিশাল বিভাগের পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার সন্তান আবুল খান বলেন, ‘সকলের দোয়া চাই মার্কিন প্রশাসনের কেন্দ্রবিন্দুতে ওঠার জন্য। প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সার্বিক কল্যাণে অবদান রাখতেও আমি বদ্ধ পরিকর।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ