Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দাওয়াতে যাওয়ার আগেই ট্রাকে চাপায় মৃত্যু ৪

২৪ ঘণ্টায় নিহত আরো ৭

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০২০, ১২:০০ এএম

দুপুর ২টা। ব্যাটারিচালিত ভ্যানের সুন্নতে খতনার দাওয়াতে যাচ্ছিলেন তিন ভাইবোন। গ্রামের রাস্তা থেকে তাদের বহনকারী ভ্যানটি আঞ্চলিক সড়কে উঠতেই পাথরভর্তি বেপরোয়া ট্রাকের চাপায় ভ্যানের ড্রাইভারসহ চারজনই মারা যায়। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জেলায় আরো ৯ জনের মৃত্যুর খবর পায়া গেছে। নিহতদের মধ্যে রাজধানী ঢাকা ও হবিগঞ্জে ২ জন করে, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, মাগুরা, হাটহাজারী ও টাঙ্গাইলে একজন করে। আহত হয়েছেন ১০ জন।

পাবনা : ছুটির দিনে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে ট্রাকচাপায় দুই ভাই, তাদের চাচাত বোন ও এক ভ্যানচালক নিহত হয়েছেন। গতকাল দুপুর দেড়টার দিকে পাবনার ভাঙ্গুড়া-ফরিদপুর সড়কের এ দুর্ঘটনা পড়ে। নিহতরা হলেন- ভাঙ্গুড়া সদর ইউনিয়নের পার ভাঙ্গুড়া গ্রামের মৃত রশিদ প্রামানিকের দুই ছেলে ইমন হোসেন (১৭) ও ইমরান হোসেন (১৫) এবং তাদের চাচাতো বোন একই গ্রামের শফিকুল ইসলামের মেয়ে ছুম্মা খাতুন (১৪)। তবে নিহত ভ্যানচালকের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় ছুম্মার বোন নুপুর খাতুনকে (২৮) গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ব্যাটারিচালিত অটোভ্যানে একই পরিবারের চারজন আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। তারা পারভাঙ্গুড়া গ্রাম থেকে চর ভাঙ্গুড়া হাটগ্রামে যাচ্ছিলেন। ভ্যানচালক পাশ্র্ব রাস্তা থেকে রাঙ্গালিয়া টিকটিকিপাড়ায় মিনি বিশ্বরোডে ওঠার সময় বাঘাবাড়ি থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক অটোভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই ভাই, তাদের চাচাতো বোন ও ভ্যানচালক নিহত হন। এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকেল ৩টা) নিহত ভ্যানচালকের পরিচয় পাওয়া যায়নি। আহত নুপুর খাতুনকে (২৮) ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। ওসি আনোয়ার হোসেন আরও জানান, দুর্ঘটনার পর পরই ট্রাকটি পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
ঢাকা : রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় দুই নারী নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার দিনগত রাতে হাইকোর্টের প্রধান ফটকের সামনে ও জিল্লুর রহমান ফ্লাইওভারের ঢালে এ দুর্ঘটনা ঘটে।
গতকাল শাহবাগ থানার এসআই মো. মনসুর আহমেদ জানান, বৃহস্পতিবার দিনগত রাতে হাইকোর্টের প্রধান ফটকের সামনে কোনো যানবাহনের চাপায় এক নারী নিহত হয়েছে। খবর পেয়ে সেখান থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। ওই নারীর পরনে কালো বোরকা ও লাল ওড়না ছিলো। এদিকে, ক্যান্টনমেন্ট থানার এসআই জানান, বৃহস্পতিবার রাতে জিল্লুর রহমান ফ্লাইওভার ব্রিজের ঢালে কোনো এক যানবাহনের ধাক্কায় ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়।
ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় বালুবাহি ট্রাকের চাপায় মিলন মিয়া (৪০) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছে। গতকাল সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কে শহরের শেরপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিলন মিয়া জেলার সরাইল এলাকার ভুলু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে মহাসড়কের পাশে দাড়িয়ে চা খাওয়ার সময় একটি বালুবাহি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মিলন মিয়াকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় কাভার্ড ভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অপর একজন। আজ শুক্রবার ভোরে উপজেলার সকিনা পাম্পসংলগ্ন এলাকায় ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তবে আহত ব্যক্তি হলেন জালাল মিয়া (৩৫)।
শ্রীমঙ্গল শহরের বাসিন্দা মো. আলামিন বলেন, রাত থেকে ভোর পর্যন্ত এই রাস্তাটি কুয়াশায় ঢাকা থাকে। রাতের বেলা ১০ হাত দূরের কিছুই দেখা যায় না। এরপরও বড় গাড়িগুলো দ্রুতগতিতে চলে। ঘন কুয়াশার কারণেই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।
মাগুরা : মাগুরার মহম্মদপুর উপজেলায় মাটিবোঝাই ট্রলি উল্টে চালক নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ট্রলিচালকের নাম বাবু মিয়া (২৮)। তিনি উপজেলার ধোয়াইল গ্রামের মোক্তার মিয়ার ছেলে। স্থানীয় একটি ইটভাটায় শ্যালো ইঞ্জিনচালিত তিন চাকার ট্রলিতে মাটি পরিবহনের কাজ করতেন তিনি।
হাটহাজারী : হাটহাজারীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হোসেন তারেক বাপ্পা কনক (২৭) নামে একজন নিহত ও অপর তার সাথে থাকা আহাদ নামে নিহতের মামাতো ভাই গুরুতর আহত হয়েছে। নিহত তারেক পৌরসদর বাজার এর ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদের পুত্র। গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার সত্তারঘাট এলাকার গড়দুয়ারা রাস্তার মাথায় এই দুর্ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পিকআপ-সিএনজি-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। গতকাল বেলা ১১টায় শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ বাইপাস সড়কের উপজেলার কলিমনগরে ত্রিমুখী এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মাধবপুর উপজেলার ছাতিয়াইন গ্রামের চন্দন চন্দ্র পোদ্দারের ছেলে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের চিকিৎসক দিপংকর পোদ্দার ও ময়মনসিংহের গফুরগাঁও উপজেলার শ্রীপান গ্রামের সফির উদ্দিনের ছেলে প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জুলহাস উদ্দিন। আহত ৩ জনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে আরও জানা যায়, ছুটি শেষে বাড়ি থেকে কর্মস্থল হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ফিরছিলেন ডাক্তার দিপংকর পোদ্দার। আর হবিগঞ্জের বানিয়াচং থানা পুলিশের কনস্টেবল ছেলেকে দেখতে ময়মনসিংহের গফুরগাঁও থেকে এসেছিলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জুলহাস উদ্দিন।
টাঙ্গাইল : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক আহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ১০টায় মহাসড়কের তারটিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোছা. মিনা বেগম (৪৫) টাঙ্গাইল শহরের আশেকপুর এলাকার জিন্নাহ আলীর (৫৫) স্ত্রী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ