পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
২০ দিনের একটি মুসলিম শিশুকে জোর করে দাহ করার মধ্যদিয়ে শ্রীলঙ্কা সরকার মুসলিম উম্মাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।
আজ শুক্রবার এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, সম্প্রতি ২০ দিন বয়সী একটি মুসলিম শিশুকে বাবা-মায়ের তীব্র আপত্তি সত্ত্বেও দাহ করে শ্রীলঙ্কা বিশ্বব্যাপী প্রতিবাদের আগুন জ্বালিয়ে দিয়েছে। করোনায় মারা গেলেই জাতি-ধর্ম নির্বিশেষ লাশ পুড়িয়ে ফেলার সরকারি সিদ্ধান্ত মেনে নেয়া যায় না।
তিনি বলেন, “কট্টর বৌদ্ধ ধর্মীয় নেতারা এখন রাজনীতিতে প্রভাবশালী হয়ে উঠার কারণে মুসলমানদের ধর্মীয় বিধানকে উপেক্ষা করে বৌদ্ধ ধর্মকে চাপিয়ে দেয়ার চেষ্টা করছে। যা চরম মানবাধিকার লঙ্ঘন এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের শামিল। শ্রীলঙ্কাকে তাদের এহেন কর্মকাÐের দরুণ মুসলিম উম্মাহর কাছে ক্ষমা চাইতে হবে। তিনি বাংলাদেশ সরকারকে এর প্রতিবাদ করার আহ্বান জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।