মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
গ্রিসের তিনটি দ্বীপে শরণার্থীশিবিরে আটকে পড়া আশ্রয়প্রার্থীদের ওপর মানসিকভাবে খুব খারাপ প্রভাব পড়ছে বলে সতর্ক করে দিয়েছে মানবাধিকার নিয়ে কাজ করা প্রতিষ্ঠিত একটি দল। তারা গবেষণায় দেখেছে, সব বয়সের মানুষের ওপর মানসিক অবসাদ, দুর্ঘটনা-পরবর্তী মানসিক সমস্যা এবং নিজের ক্ষতি করার মতো লক্ষণ প্রকাশ পেয়েছে। বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) নতুন এক রিপোর্টে দাবি করেছে, ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত অভ্যর্থনা ও শনাক্তকরণ কেন্দ্রগুলোতে প্রায় ১৫ হাজার মানুষ আটকা পড়ে আছে। আশ্রয়ের আশায় অন্তত পাঁচ বছর ধরে তারা সেখানে আটকে আছে। সেখানে অবস্থানরত ৯০৪ জনের মানসিক অবস্থা পর্যালোচনা করে আইআরসি বলছে, প্রতি তিনজনে একজনের মনে আত্মহত্যার চিন্তা রয়েছে, আর প্রতি পাঁচজনে একজন আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। ৩২ বছর বয়সী আফগান নারী ফারিবা বলেন, আমি গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছি। কিন্তু আমার ছেলে ওই সময় আমাকে দেখে ফেলায় আমার স্বামীকে ডাক দেয়। তিনি আরো বলেন, আমি সব সময় মৃত্যুর ব্যাপারে ভাবি। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।