Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁদের পাথর-মাটি নিয়ে পৃথিবীতে ফিরেছে চীনের নভোযান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০২০, ১০:০৯ এএম

চাঁদ থেকে পাথর ও ‘মাটি’ নিয়ে পৃথিবীতে ফিরেছে চীনের ‘চ্যাং’ই-৫’ মিশন। স্থানীয় সময় গতকাল বুধবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে ‘চ্যাং’ই-৫’ মিশনের একটি ক্যাপসুল মঙ্গোলিয়ায় অবতরণ করে। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
চাঁদ থেকে নুড়ি ও মাটির নমুনা পৃথিবীতে আনার মধ্য দিয়ে সফলভাবে মিশন সম্পন্ন করেছে চীনের নভোযান চ্যাং’ই-৫। ৪০ বছরের বেশি সময় পর ফের চাঁদের মাটির নমুনা আনা হলো পৃথিবীতে। এর আগে এ ধরনের সাফল্য দেখায় যুক্তরাষ্ট্রের অ্যাপোলো ও সাবেক সোভিয়েত ইউনিয়নের সোভিয়েত লুনা মিশন।
নতুন নমুনা চাঁদের ভূ-প্রকৃতিগত গঠন এবং এর শুরুর ইতিহাস সম্পর্কে জানায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে ধারণা করা হচ্ছে। মহাকাশে আধিপত্যে সক্ষমতা অর্জনে চ্যাং’ই-৫ এর সফল মিশন চীনের জন্য অসাধারণ একটি উপলক্ষ হিসেবেও দেখা হচ্ছে।
গত ২৩ নভেম্বর লং মার্চ ৫ রকেটের মাথায় করে চারটি মূল মহাকাশযানের মাধ্যমে উৎক্ষেপণ করা হয় চ্যাং’ই-৫। ২৮ নভেম্বর চাঁদের কক্ষপথের মিশনে প্রবেশ করে মহাকাশযানটি। ডিসেম্বরের ১ তারিখে চাঁদে অবতরণ করে ল্যান্ডার এবং আরোহণ করে যানটি। যুক্তরাষ্ট্রের ৫০ বছরের বেশি সময় পর চাঁদে দ্বিতীয় দেশ হিসেবে পতাকা স্থাপন করে চীন।
সিনহুয়ার খবরে বলা হয়, পৃথিবীতে অবতরণ করা ক্যাপসুলটি এখন বিমানে করে বেইজিংয়ে নিয়ে আসা হবে, খোলা হবে সেখানেই।
চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের (সিএনএসএ) উপ পরিচালক পেই জোয়াও বলেছেন, চাঁদের মাটির কিছু নমুনা তারা অন্যান্য দেশের বিজ্ঞানীদেরও দেবে।
পেই আরো জানান, চাঁদে আরো অভিযানের ব্যাপারে এরইমধ্যে তারা কিছু পরিকল্পনা করতে শুরু করেছেন। এর মধ্যে চাঁদে বিজ্ঞানীদের জন্য একটি গবেষণা স্টেশন নির্মাণেরও পরিকল্পনা রয়েছে তাদের।
সফল এই চন্দ্রাভিযানকে চীন মহাকাশে তাদের ক্রমবর্ধমান সক্ষমতার আরেকটি উদাহরণ। এসইউভিতে অনুসরণকারী দল মডিউলটির পাশের তুষার আচ্ছাদিত তৃণভূমিতে একটি চীনা পতাকা লাগিয়েছে। সূত্র : সিনহুয়া, বিবিসি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ