বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইলের বাসাইলে কৃষি ব্যাংকে জাতীয় পতাকা অবমাননা করায় নিরাপত্তা প্রহরীকে দশ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামছুন নাহান স্বপ্না এই আদেশ দেন।
কারাদণ্ড পাওয়া নিরাপত্তা প্রহরীর নাম সুলতান আহমেদ (৫৪)।
ইউএনও শামছুন নাহার স্বপ্না জানান, মহান বিজয় দিবস উপলক্ষে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে আজ জাতীয় পতাকা ওঠানোর নির্দেশনা ছিল। সেই নির্দেশনা অমান্য করে বাংলাদেশ কৃষি ব্যাংক বাসাইল শাখায় জাতীয় পতাকাকে একটি ঝাড়ুতে টাঙিয়ে রাখা হয়।
তিনি বলেন, ‘জাতীয় পতাকার অবমাননা করায় ব্যাংকের নিরাপত্তা প্রহরী সুলতান আহমেদকে দশ দিনের কারাদণ্ড দেয়া হয়।’
তিনি আরও জানান, ব্যাংকের ম্যানেজারসহ সকল কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যাবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।