Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

‘ঋণের বোঝা বইতে না পেরে’ চা বিক্রেতার আত্মহত্যা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০২০, ১:১৫ পিএম

কিস্তি নিয়ে প্রায়ই মনোমালিন্য হতো। আর দেনার দায়ে আগেই বসতবাড়ি বিক্রি করে দিয়েছেন কামাল।

কুমিল্লার দাউদকান্দিতে ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হয়ে কামাল হোসেন (৩৫) নামের এক চা বিক্রেতা আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার রাতে উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের সিঙ্গুলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত চা বিক্রেতা ওই গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

পুলিশ আজ মঙ্গলবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মর্গে প্রেরণ করেছে।

নিহতের স্ত্রী রহিমা বেগম জানান, দেনা পরিশোধের জন্য ব্যুরো বাংলাদেশ, সিসিডি, বলাকা ও ব্রাকসহ ৫/৬টি এনজিও থেকে টাকা তোলে কামাল হোসেন।

তিনি বলেন, এখন ছোট দুই ছেলে, এক মেয়ে নিয়ে আমার পথে বসা ছাড়া উপায় নেই।

ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন মোল্লা জানান, পরিবারটা একেবারে নিঃস্ব। আমি চেষ্টা করবো সরকারের বিভিন্ন প্রণোদনার আওতায় অন্তর্ভুক্ত করতে।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রে উপপরিদর্শক রাজিব কুমার সাহা জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আত্মহত্যা

১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ