পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
‘দ্য স্পাই হু কেম ইন ফ্রম দ্য কোল্ড’-এর রচয়িতা ব্রিটিশ ঔপন্যাসিক জন লে কারের মৃত্যু হয়েছে। দিন কয়েক অসুস্থতার পর শনিবার রাতে প্রয়াত হন তিনি। রোববার তার মৃত্যুর খবর জানিয়েছে এক প্রকাশক সংস্থা। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ঠান্ডা যুদ্ধ সংক্রান্ত থ্রিলারকে অন্য মাত্রায় পৌঁছে দেয়া এই ঔপন্যাসিক।
প্রকৃত নাম ডেভিড কর্নওয়েল। অনেকেই মনে করেন, গুপ্তচর সংক্রান্ত থ্রিলারের অন্যতম সেরা রূপকার তিনি। সাহিত্যের এই ধারাটিকে ভিন্ন মাত্রা দিয়েছিলেন তিনি। সুইৎজারল্যান্ডের বার্ন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ইটন কলেজে দু’বছর শিক্ষকতা করার পর ব্রিটিশ গুপ্তচর বিভাগে চাকরি। জার্মানির বন-এ ব্রিটিশ দূতাবাসে পোস্টিং হয়। গুপ্তচর রেকর্ড বিভাগের দায়িত্বে ছিলেন তিনি। সে সময়ই তার হাতে আসে এমন কিছু ফাইল, যা থেকে তিনি ‘সেক্রেট সার্ভিস’-এর অনেক তথ্য পান। বুঝতে পারেন একাধিক দেশের গুপ্তচর সংস্থা কী ভাবে কাজ করে। সাদা চোখে বা সংবাদমাধ্যমে যা ধরা পড়ে তার বাইরে যে এক পৃথক বিশ্ব রয়েছে গুপ্তচরদের, তা তার কাছে ক্রমে স্পষ্ট হতে থাকে। এর পরই তিনি গুপ্তচরদের নিয়ে থ্রিলার লেখা শুরু করেন। কিন্তু সরকারি কর্মী হয়ে নিজের নামে তো সেই সব উপন্যাস লিখতে পারতেন না। যে কারণেই তাঁরে নিতে হল ছদ্মনাম— জন লে কারে। অতঃপর, বিশ্বজুড়ে তাকে পরবর্তী প্রজন্ম এই নামেই চিনল।
ঠান্ডা যুদ্ধের সময়ে গুপ্তচরবৃত্তির যে সব বর্ণনা জনের লেখায় উঠে এসেছিল, তা এক কথায় অনবদ্য। ‘দ্য স্পাই হু কেম ইন ফ্রম দ্য কোল্ড’ ছিল ১৯৬৩ সালের সর্বাধিক বিক্রিত উপন্যাস। এই উপন্যাস নিয়ে ব্রিটিশ সাংবাদিক এবং সমালোচক গ্রাহাম গ্রিন বলেছেন, ‘আমার পড়া চরবৃত্তির সর্বোৎকৃষ্ট গল্প।’ শোনা যায়, এই উপন্যাস পড়েই ইয়ান ফ্লেমিং জেমস বন্ড চরিত্রের সৃষ্টি করেছিলেন। এ ছাড়া ‘টিঙ্কার টেলর সোলজার স্পাই’, ‘আ মোস্ট ওয়ান্টেড ম্যান’ জনের অনবদ্য সৃষ্টিগুলির মধ্যে অন্যতম। এর মধ্যে এই ব্রিটিশ লেখকের উপন্যাস থেকে ১০টিরও বেশি সিনেমা তৈরি হয়েছে বিভিন্ন সময়ে। সূত্র : নিউইয়র্ক টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।