রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মাদারীপুর জেলার ডাসার থানাকে উপজেলা হিসেবে বাস্তবায়নের দাবিতে মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গত রোববার এগারোটার দিকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ডাসার উপজেলা বাস্তবায়ন ঐক্য পরিষদ এ মানববান্ধনের আয়োজন করে। মানববন্ধনে সংগঠনের সভাপতি সৈয়দ রাকিবুল ইসলাম বলেন, ‘ডাসার থানার ৫টি ইউনিয়নের সম্বন্বয়ে ‘ডাসার’ উপজেলা গঠনের প্রস্তাব করা হয়েছে। তিনি বলেন, ‘২০১৩ সালে ডাসার থানা গঠন করা হয়।
উপজেলা গঠনের লক্ষ্যে জনমত যাচাই করে স্বপক্ষে প্রতিবেদনও দাখিল করা হয়েছে। ২০১৭ সালে উপজেলা ঘোষণা করা হবে বলেও পত্র পত্রিকায় খবর প্রকাশিত হয়েছিল। কিন্তু আজো উপজেলা হিসাবে উন্নীত হয়নি। তিনি উপজেলা গঠনের জোর দাবি জানান।
মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা মালেক শরীফ, শরীফ জাহিদুল ইসলাম, সংগঠনের সভাপতি সৈয়দ রাকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহাদাত মিয়া, সৈয়দ শহীদুল ইসলাম, সিরাজ মাস্টার, এড. সিরাজুল ইসলাম খান, টুটুল শেখ, সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার তুহিন, মাস্টার বেল্লাল খান, যুগ্ম সাধারণ সম্পাদক মুমতাজুল কবীর, বশার কাজী, সৈয়দ রাশেদ প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।