রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কুষ্টিয়ার দৌলতপুরে এক মাদক বিক্রেতার ৩ মাস ও ৩ মাদক ক্রেতার ২১ দিন করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গত রোববার রাত ৮টার দিকে উপজেলার তারাগুনিয়া বাজারে অভিযান চালিয়ে মাদক ক্রেতা ও বিক্রেতার এ কারাদন্ড দেওয়া হয়।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, নিষিদ্ধ টাপেন্টা ট্যাবলেট বিক্রয় করা হচ্ছে এমন সংবাদ পেয়ে দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) মো. আজগর আলীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত তারাগুনিয়া বাজারের আলফাজ হোসেনের দোকানে অভিযান চালায়।
এসময় টাপেন্টা ট্যাবলেট ক্রয় করা অবস্থায় তারাগুনিয়া এলাকার নিহাত মালিথার ছেলে রিপন (২২), মৃত আমির চাঁদের ছেলে ফেরদৌস (৪৮) ও তারাচাঁদের ছেলে তারিকুল ইসলাম (৩২) কে আটক করা হয়। একই সাথে টাপেন্টা ট্যাবলেট বিক্রয় করার অপরাধে দোকান মালিক আফজাল হোসেনকেও আটক করা হয়।
পরে মাদক ক্রেতা ৩ জনকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ২১দিন করে এবং মাদক বিক্রেতা আলফাজ হোসেনকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজগর আলী। পরে তাদের দৌলতপুর থানা পুলিশের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।