Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোয়ালন্দে লাশ উদ্ধার

গোয়ালন্দ (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০২০, ১২:০৪ এএম

রাজবাড়ীর গোয়ালন্দে আলমাস খান নামে এক ব্যক্তির বস্তাবন্দি গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার উজানচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাহাজদ্দিন মাতব্বর পাড়ার মৃত বাবু খানের ছেলে। আলমাস ৪টি কন্যা সন্তানের জনক।
গতকাল দুপুরে ওই গ্রামের সাত্তার মোল্লার পরিত্যক্ত পুকুর পাড় হতে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় আলমাস খানের স্ত্রী রাহেলা বেগমের অভিযোগের প্রেক্ষিতে একই গ্রামের সেকেন শেখের ছেলে সেলিম শেখ, মৃত রহিম খানের ছেলে আজিজুল খান এবং আজিজুল খানের স্ত্রী মনোয়ারা বেগমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন জানান, আলমাস দীর্ঘদিন ধরে বেকারির বিস্কুট-পাউরুটির ব্যবসা করতেন। কিন্তু প্রায় ১ বছর ধরে সে কোন কাজ-কর্মই করতো না। সম্ভবত সে একটি মাদক ব্যবসায়ী চক্রের সাথে জড়িয়ে গিয়েছিল। পাশাপাশি সে নিয়মিত মাদক সেবনও করতো। মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জের ধরে গত শনিবার দিনগত রাতে তাকে খুন করা হয়ে থাকতে পারে।
স্থানীয় ইউপি সদস্য চুন্নু মীর মালত জানান, গতকাল দুপুর ২টার দিকে সাত্তার মোল্লার পুকুর পাড়ে বস্তাবন্দি বড় একটা কিছু পড়ে থাকতে দেখে স্থানীয়রা এগিয়ে যান। বস্তাটি রক্তাক্ত দেখে ভয়ে আর কেউ বস্তার মুখ খোলেনি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দেই। পুলিশ লাশ উদ্ধার করেছে এবং এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে থানায় নিয়ে গেছে।
এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল তায়াবীর জানান, আলমাস খানকে গলা কেটে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে এর বিশেষ কোন কারণ জানা না গেলেও সে মাদকাসক্ত ছিল বলে জানা গেছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে। জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করা হয়েছে। রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শরিফুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ-উদ্ধার

২৬ ফেব্রুয়ারি, ২০২১
৮ ফেব্রুয়ারি, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ