রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পটিয়ায় বৃদ্ধ এক ব্যবসায়ীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ ওঠেছে। গতকাল রোববার উপজেলার দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের বৃদ্ধ ব্যবসায়ী হাজী রাজা মিয়া চৌধুরী সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। একই এলাকার প্রবাসী হারুনুর রশিদ বৃদ্ধ রাজা মিয়াকে ফৌজদারী দন্ডবিধিতে ৪টি মামলা দেন। বয়সেরভারে বৃদ্ধ রাজা মিয়া নিরুপায় হয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
লিখিত বক্তব্যে ব্যবসায়ী রাজা মিয়া বলেন, উপজেলার ডেঙ্গাপাড়া এলাকার রাজা মিয়া দুই শতক জায়গা মো. আলমগীর নামের এক ব্যক্তির কাছ থেকে ক্রয় করেন। ক্রয়ের পর থেকে জায়গা দীর্ঘদিন ধরে ব্যবসায়ীর ভোগ দখলে করছেন। এমনকি নামজারী খতিয়ানও সৃজিত রয়েছে। খরিদকৃত জায়গা ফেরত দিতে আলমগীরের ছোট ভাই প্রবাসী মো. হারুন প্রায় সময় চাপ সৃষ্টি করে। এতে ব্যর্থ হয়ে একের পর এক ৪টি মামলা দিয়ে হয়রানি করেন। গত সোমবার প্রবাসী হারুন সীমানা প্রাচীর দিতে গিয়ে জোরপূর্বক বিরোধীয় জায়গার কিছু অংশ দখল করার চেষ্টা করে। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি আহমদ নূর সাগরকে অবহিত করা হয়। বিরোধ মিসাংসার জন্য পরবর্তীতে উভয়পক্ষ সার্ভেয়ার দ্বারা পরিমাপ পূর্বক নিস্পত্তির আশ্বাস দিলেও তা না করে পুলিশের ভয়ভীতি দেখান এবং হয়রানি করেন বলে সংবাদ সম্মেলনে জানায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।