Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দল থেকে বহিষ্কার হয়ে করলেন সংবাদ সম্মেলন

আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০২১, ১২:০৬ এএম

সান্তাহার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থীর বিরুদ্ধে এবং বিএনপি প্রার্থীর পক্ষে নির্বাচন করার অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বহিষ্কৃত আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নবনির্বাচিত জার্জিস আলম এবং এবং তার ভাই সান্তাহার পৌর আওয়ামী লীগের সদস্য খায়রুল আলম। গতকাল বৃহস্পতিবার দুপুরে সান্তাহার প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করেন। লিখিত বক্তব্যে জার্জিস আলম বলেন, তিনি সান্তাহার পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী ছিলেন কিন্তু দল তাকে মনোনয়ন না দিয়ে আশরাফুল ইসলামকে মনোনয়ন দেন। পরে তিনি আট নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন করে বিপুল ভোটে জয়ী হন। তিনি নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে নৌকার পক্ষে কাজ করেছেন। গত বুধবার উপজেলা আওয়ামী লীগে অসম্পূর্ণ কমিটির এক সভায় তাকে ও তার ভাইকে দল থেকে অব্যাহতি দিয়ে স্থায়ী ভাবে বহিষ্কারের জন্য সুপারিশ করে জেলা ও কেন্দ্রে পত্র পাঠায়। জার্জিস আলম বলেন, আমাকে ও আমার ভাইয়ের ওপর অন্যায় করা হয়েছে। আমি নিজের জন্য নির্বাচন করেছি, কারো পক্ষে বা নৌকার বিপক্ষে নির্বাচন করার কোন প্রমাণ নেই। আমাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়ার আগে আমাকে আত্মপক্ষ সমর্থনের কোন সুযোগ দেয়া হয়নি। 

এ ছাড়া আমাকে কোন প্রকার নোটিশ প্রদান করা হয়নি। ভোটের তিন দিন আগে কিছু উশৃঙ্খল যুবক নারী ভোটারদের গালিগালাজ করে এ কারণে নৌকার বিপক্ষে জনমত গেছে। তিনি বিষয়টি তদন্তের আহবান জানিয়ে এবং সুবিচার চেয়ে প্রধানমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের প্রতি আহবান জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ