Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

ড. কামাল হোসেনের সংবাদ সম্মেলন আজ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০২১, ১২:০৬ এএম

দুই গ্রুপের বিভক্তি মিমাংসার পর দলের ঐক্য ঘোষণায় আজ সংবাদ সম্মেলন ডেকেছে গণফোরাম। দলের সভাপতি ড. কামাল হোসেন এতে সভাপতিত্ব করবেন। দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এই সংবাদ সম্মেলন হবে।

এতে আরও উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টু, অধ্যাপক ড. আবু সাইয়িদ, মোকাব্বির খান এমপিসহ গণফোরামের কেন্দ্রীয় নেতারা।

এর আগে দুই গ্রুপের মধ্যে বিভক্তি ঘুচানোর দাবি করে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বেইলি রোডের বাসায় এক ব্রিফিং করেছিলেন। সেখানে তিনি বলেছিলেন, ৯ জানুয়ারি পুনরায় বৈঠক হবে এবং সেখানে দলের কাউন্সিলের তারিখ নির্ধারণ ও প্রস্তুতি নিয়ে আলোচনা হবে। তিনি বলেছিলেন, আমরা ঐক্যবদ্ধ। আসন্ন কাউন্সিলে দলে নতুন নেতৃত্ব আসবে।

চলতি বছরের শুরু থেকে বিভিন্ন বিষয়ে দলের নেতাদের মধ্যে অনৈক্য হয়। সে অনৈক্য এতটা তিক্ততায় পৌঁছায় যে, দলের মধ্যে দুটি গ্রুপ তৈরি হয়। এক গ্রুপ অন্য গ্রুপের সদস্যদের বহিষ্কার-পাল্টা বহিষ্কার করেন। এমনকি পৃথক কাউন্সিল করারও প্রস্তুতি নেন। এ অবস্থায় ড. কামাল হোসেনের আহবানে বিবদমান দুই গ্রুপ নিজেদের মধ্যে আলোচনা করে ঐক্যবদ্ধ হন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংবাদ-সম্মেলন

২৭ সেপ্টেম্বর, ২০২০
১৪ সেপ্টেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ