গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
দেশবরেণ্য আলেমে দ্বীন, বর্ষীয়ান রাজনীতিবিদ, জমিয়ত উলামায়ে ইসলাম ও হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব এবং জামিয়া মাদানিয়া বারিধারার মুহতামিম ও শাইখুল হাদীস আল্লামা নূর হোছাইন কাসেমীর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ইসলামী ঐক্য আন্দোলনের আমীর ড. মওলানা মুহাম্মদ ঈসা শাহেদী ও সেক্রেটারী জেনারেল অধ্যাপক মোস্তফা তারেকুল হাসান। নেতৃদ্বয় আজ রোববার এক শোকবার্তায় বলেন, আল্লামা নূর হোছাইন কাসেমী ছিলেন দেশবরেণ্য আলেমে দ্বীন, মাঠে ময়দানে ইসলামের পক্ষে অকুতোভয় আপোষহীন লড়াকু সৈনিক ও দ্বীনি অঙ্গনের বিশ্বস্ত অভিভাবক। দেশের অভ্যন্তরীন ও আন্তর্জাতিক ইস্যুগুলোতে ঢাকার রাজপথে তার নেতৃত্ব আমাদের জন্য প্রেরণার উৎস ছিল। আমরা তার রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তা’আয়া তাঁকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন। আমরা তাঁর পরিবার অগণিত ছাত্র ও ভক্ত বিশেষ করে সংগ্রামী চেতনায় উজ্জীবিত আলেম সমাজের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমিন!
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।