Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তদন্তের দাবিতে মানববন্ধন

ভূমি উপ-সহকারী কর্মকর্তার কথিত সড়ক দুর্ঘটনায় মৃত্যু

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে : | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০২০, ১২:০০ এএম

কিশোরগঞ্জের ইটনা উপজেলার বাদলা ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা সৈয়দ আতিকুর রহমান (৪৬) এর সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনাটিকে রহস্যজনক দাবি করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি উঠেছে। উক্ত দাবিতে কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন’র উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের কর্মসূচি পালিত হয়েছে। গতকাল দুপুরে কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি শুরু হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তারা উপ-সহকারী ভূমি কর্মকর্তা সৈয়দ আতিকুর রহমানের সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার প্রচারণাকে সম্পূর্ণ মিথ্যা উল্লেখ করে ঘটনাটিকে পরিষ্কার হত্যাকান্ড বলে দাবি করেন। তাই অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্য প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান। 

উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর সকালে মোটর সাইকেলযোগে কর্মস্থলে যাওয়ার পথে কিশোরগঞ্জ-চামড়াবন্দর সড়কে উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের মনসন্তোষ এলাকায় রহস্যজনকভাবে নিহত হন সৈয়দ আতিকুর রহমান। নিহত সৈয়দ আতিকুর রহমান কিশোরগঞ্জ জেলা শহরের নগুয়া এলাকার সৈয়দ আবু সাহিদের ছেলে। তিনি নিকলী উপজেলার ধারীশ্বর গ্রামের সৈয়দ বাড়ির সন্তান। এ ঘটনায় নিহত আতিকের পিতা সৈয়দ আবু সাহিদ একজনকে আসামি করে করিমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানববন্ধন

২২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ