Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন বছরে ভাল কিছু গান উপহার দিতে চাই-ইমরান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

সঙ্গীতশিল্পী ইমরান এখন সিনেমার প্লেব্যাকে বেশ ব্যস্ত সময় পার করছেন। ইতোমধ্যে নবাব এলএলবি, অ্যাডভাইজার, গুলশানের চামেলি, লন্ডন লাভসহ বেশ কিছু নতুন সিনেমায় গান গেয়েছেন। ইমরান বলেন, চলচ্চিত্রের গান করতে সব সময় ভালো লাগে। একটা চ্যালেঞ্জ থাকে। সেদিক থেকে ব্যস্ততাটা ভালোই উপভোগ করছি। নিজের সুরের বাইরেও অন্য সুরকারদের সুরেও সিনেমার গান গাইছি নিয়মিত। বিভিন্ন ধরনের গান গাইতে আসলে ভালো লাগে।এদিকে সম্প্রতি তার নতুন একটি গান প্রকাশিত হয়েছে। গানটির শিরোনাম ‘এত ভালোবাসি’। জামাল হোসেনের কথায় গানটির সুর ও সংগীত ইমরানের করা। এ গানের ভিডিওতে ইমরানের সঙ্গে মডেল হিসেবে কাজ করেছেন কেয়া পায়েল। অল্প সময়ে গানটির ভিডিও দুই মিলিয়ন ভুই অতিক্রম করেছে ইউটিউবে। ইমরান বলেন, অল্প সময়ে গানটি থেকে বেশ ভালো সাড়া পেয়েছি শ্রোতাদের। ভিডিওতে পায়েলের তার সঙ্গে রসায়নটাও দর্শক পছন্দ করছেন। এদিকে ইমরান এখন ব্যস্ত সময় পার করছেন নতুন গান নিয়ে। নতুন বছর উপলক্ষে গানগুলো করছেন তিনি। ইমরান বলেন, চলতি বছরটা করোনার কারণে কারোই ভালো সময় যাচ্ছে না। বছরের শেষ মাস চলছে। আমিও সবার মতো চাইবো সব যেন ঠিক হয়ে যায়। নতুন বছরে ভালো কিছু গান শ্রোতাদের উপহার দিতে চাই। তবে খুব বেশি গান গাইতে চাই না। যেমন গান শ্রোতাদের ভালো লাগবে তেমন কিছু গানই করতে চাই। মনের মতো গান ও ভিডিওতে নতুন বছরে। শ্রোতারা আমাকে পাবেন ইনশাআল্লাহ। ইমরান বলেন, করোনা পরিস্থিতির কারণে কোনো কিছুর অবস্থাই তেমন ভালো না। সংগীতের অবস্থাও নাজুক। স্টেজ শো বন্ধ রয়েছে ৮ মাসের বেশি সময় ধরে। শিল্পী-মিউজিশিয়ানরা ব্যাপক ক্ষতির মুখে পরছেন। করোনা না যাওয়া পর্যন্ত অবস্থার পরিবর্তন হওয়ার সম্ভাবনা দেখছি না। তবে যত দ্রুত এ পরিস্থিতির অবসান হবে সবার জন্যই মঙ্গল হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইমরান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ