Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টয়লেটে যাওয়া যাবে না : চীনে বিমান কর্মীদের ডায়াপার পরা বাধ্যতামূলক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০২০, ১০:৫৪ এএম

গত বছরের ডিসেম্বরে ইউহান থেকে করোনার সংক্রমণ শুরু হওয়ার পর থেকে তা ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। চীনের বিমান পরিষেবা সেই সময় ক্ষতিগ্রস্ত হলেও তা এখন খানিকটা স্বাভাবিক। বিশেষ করে ঘরোয়া ফ্লাইটের ক্ষেত্রে। যদিও বহু দেশেই আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রয়েছে চীনের। তবে কয়েকটি দেশের সঙ্গে ধীরে ধীরে বিমান যোগাযোগ শুরু হয়েছে বেইজিংয়ের।

এদিকে বিমান কর্মীদের জন্য নয়া নির্দেশিকা জারি চীনে। যে সব দেশে করোনা সংক্রমণের ঝুঁকি অনেক বেশি সেখানে যাওয়া কিংবা আসার সময় বিমান কর্মীদের ডায়াপার পরে থাকার নির্দেশ দিয়েছে বেইজিংয়ের বিমান মন্ত্রণালয়। ৩৮ পাতার ওই নির্দেশিকায় পরিষ্কার বলে দেয়া হয়েছে কী কী পরে থাকতে হবে বিমান কর্মীদের। যার অন্যতম ডায়াপার। সেই সঙ্গে সংক্রমণ এড়াতে শৌচাগারও ব্যবহার না করার নির্দেশ দেয়া হয়েছে তাদের।

বিমানে আর কী কী পরে থাকতে হবে কর্মীদের? নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে মেডিক্যাল প্রোটেক্টিভ মাস্ক, গগলসের কথা। এছাড়া ‘ডিজপোসেবল’ অর্থাৎ একবার ব্যবহারের পরে ফেলে দিতে হবে এমন মেডিক্যাল রাবার গ্লাভস, ক্যাপ, পোশাক ও জুতার কভারের কথাও বলা হয়েছে। তবে ডায়াপারের নির্দেশ কেবলই বিমানের ক্রু সদস্যদের জন্য। বিমান চালকদের তা পরার দরকার নেই বলে জানিয়ে দেয়া হয়েছে। তবে গগলস ও মাস্ক তাদেরও পরতে হবে।

এছাড়াও বলা হয়েছে, বিমানের ভিতরে থাকবে চারটি জোন– ক্লিন এরিয়া, বাফার জোন, প্যাসেঞ্জার সিটিং এরিয়া ও কোয়ারেন্টাইন এরিয়া। এছাড়াও শেষ তিনটি সারিকে ‘এমার্জেন্সি কোয়ারেন্টাইন এরিয়া’ হিসেবে রাখতে বলা হয়েছে নির্দেশিকায়। বিমানে সংক্রমণ এড়াতে এই ধরনের সাবধানতা অবলম্বন করতে চাইছে বেইজিং। সূত্র : সংবাদ প্রতিদিন



 

Show all comments
  • শাওন ১১ ডিসেম্বর, ২০২০, ১১:৫৯ এএম says : 0
    শুধু কী তাই? কয়েকদিন অাগে দেখলাম চায়নার এক স্টেডিয়ামে খেলায় চুল কালারের কারনে খেলতে দেওয়া হয় নি কয়েকজন প্লেয়ারদের এবং পরবর্তীতে নতুন অাইন হয় চুল কালার,স্টাইল,লম্বা,ইত্যাদি করে খেলা যাবে না। নিষিদ্ধ করা হয়েছে।হাহা
    Total Reply(0) Reply
  • মিরাজ আলী ১১ ডিসেম্বর, ২০২০, ২:৪২ পিএম says : 0
    বাহ! খুবই উপকারী নিউজ, জাতি খুবই উপকৃত হবে।
    Total Reply(0) Reply
  • নাজনীন জাহান ১১ ডিসেম্বর, ২০২০, ২:৪৩ পিএম says : 0
    জনকল্যাণে যেটা করা হয় সেটা ভালো।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ