Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভিসা অব্যাহতি সুবিধা বাতিল করছে চীন

ইরানের ওপর থেকে নিঃশর্তভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০২০, ১২:০৩ এএম

ক‚টনৈতিক পাসপোর্টধারী মার্কিনিরা, যারা হংকং এবং ম্যাকাও সফর করছেন তাদের বিরুদ্ধে ভিসা অব্যাহতি সুবিধা বাতিল করছে চীন। এর অর্থ হলো, হংকং এবং ম্যাকাউ যেতে হলে যুক্তরাষ্ট্রের ক‚টনীতিকদের আলাদা ভিসা নিতে হবে। বৃহস্পতিবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং। এর আগে সোমবার চীনের ১৪ জন কর্মকর্তার বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ এবং ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। হংকং ইস্যুতে বিতর্কিত নিরাপত্তা আইন করা এবং তার অধীনে হংকং লেজিসলেটিভ থেকে বিরোধী দলীয় নির্বাচিত ৪ জন জনপ্রতিনিধিকে অযোগ্য ঘোষণাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র এই ব্যবস্থা নেয়। এ বিষয়ে যুক্তরাষ্ট্র আগেই ঘোষণা দিয়েছিল। জবাবে চীনও বলেছিল, তারা পাল্টা ব্যবস্থা নেবে। এদিকে, চীন বলেছে, আমেরিকাকে দ্রæত ও নিঃশর্তভাবে ইরানের পরমাণু সমঝোতায় ফিরতে হবে এবং তেহরানের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। বুধবার রাজধানী বেইজিংয়ে এক সংবাদ ব্রিফিংয়ে একথা বলেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান। তিনি বলেন, “আমেরিকার উচিত ঐতিহাসিক এ সমঝোতায় ফিরে আসা এবং তার দায়িত্বগুলো পালন করা। আশা করি আমেরিকার নতুন প্রশাসন ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসবে এবং যত তাড়াতাড়ি সম্ভব নিঃশর্তভাবে তারা এ বিষয়ে সহযোগিতা শুরু করবে। আমেরিকাকে পরমাণু নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সুস্পষ্ট ও দৃঢ় পদক্ষেপ নিতে হবে এবং রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে পরমাণু সংক্রান্ত সমস্ত সমস্যার সমাধান করতে হবে। পাশাপাশি তাদেরকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করতে হবে। আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন মনোনীত নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের এক মন্তব্যের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন ঝাও লিজিয়ান। সুলিভান বলেছেন, আমেরিকার নতুন প্রশাসন পরমাণু সমঝোতায় ফিরে ইরানকেও তা মেনে চলার জন্য পদক্ষেপ নেবে। রয়টার্স, পার্সটুডে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ