মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনায় ক্ষমতাসীন লিকুদ পার্টি থেকে সরে দাঁড়াচ্ছেন গিদেও সার নামে এক শীর্ষ নেতা। বুধবার নতুন একটি দল প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে নেতানিয়াহুর সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। গিদেও সার এর আগে দলীয় নেতৃত্বের দৌড়ে নেতানিয়াহুকে চ্যালেঞ্জ ছুড়লেও প্রাইমারিতে সুস্পষ্ট ব্যবধানে হেরে যান। বুধবার এক বিবৃতিতে আনুষ্ঠানিকভাবে নেসেট থেকে পদত্যাগের ঘোষণা দেন। এতে আগামীতে প্রধানমন্ত্রী পদে লড়ার ক্ষেত্রে আইনগত বাধা দ‚র হলো। মঙ্গলবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি বলেন, নেতানিয়াহুকে গদিচ্যুত করার লক্ষ্য নিয়ে নতুন একটি আন্দোলনের স‚চনা করব। আল্ট্রা-অর্থোডক্স ইহুদি দলের ঘনিষ্ঠ হিসেবে বিবেচিত সার একসময় নেতানিয়াহুরও কাছের লোক ছিলেন এবং তার অধীনে বিভিন্ন মন্ত্রিপরিষদের দায়িত্ব পালন করেছেন। কিন্তু বিভিন্ন গুরুত্বপ‚র্ণ ইস্যুতে ২০০৯ থেকে ইসরাইলের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা নেতানিয়াহুর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তিনি। ২০২১ সালে ইসরাইলিরা ফের নির্বাচনে লড়বে কিনা এ বিষয়টি স্পষ্ট নয়। নেতানিয়াহু নেতৃত্বাধীন জোট সরকারের প্রধান অংশীদার ও প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজ গত সপ্তাহে নেসেটে ভেঙে দিতে বিরোধীদের প্রস্তাবে সায় দিয়েছেন। গত নির্বাচনে সর্বাধিক আসন পাওয়া লিকুদ পার্টি এবং বøু অ্যান্ড হোয়াইট পার্টি জোট সরকার গঠন করলেও উভয় পক্ষের মধ্যে অবিশ্বাস ও মতবিরোধ রয়েছে। গ্যান্টজের অভিযোগ, নেতানিয়াহু কেবল নিজের রাজনৈতিক উদ্দেশ্য সাধনে কাজ করছেন এবং সাধারণ ইসরাইলিদের প্রয়োজনীয়তা চেয়ে নিজের দুর্নীতির মামলার ওপর বেশি জোর দিচ্ছেন। নতুন দল গঠন করা সারেরও অভিযোগ, মহামারীর ফলে সৃষ্ট স্বাস্থ্য ও অর্থনৈতিক ঝুঁকি মোকাবেলার চেয়ে নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখাতে মনোযোগ নেতানিয়াহুর। তিনি বলেন, দেশটির নেতৃত্বে পরিবর্তন আবশ্যক। আজ ইসরাইলের একতা ও স্থিতিশীলতা প্রয়োজন। এটা নেতানিয়াহু দেবেন না এবং তার পক্ষে দেয়া তা সম্ভব নয়। নেতানিয়াহু কেবিনেটের সাবেক এ মন্ত্রীকে অনেক আগে থেকেই লিকুদ পার্টিতে উদীয়মান তারকা হিসেবে বিবেচনা করা হচ্ছিল। তিনি শিক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপ‚র্ণ বিভাগে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। কিন্তু দলের অন্যান্য উদীয়মান তারকার মতো তিনিও নেতানিয়াহুর কাছে হুমকি হিসেবে আবির্ভ‚ত হয়েছেন। ২০১৪ সালে রাজনীতি থেকে ছুটি নেয়ার পর গত বছর দলীয় নেতৃত্বের জন্য চ্যালেঞ্জ ছুড়ে দেন। কিন্তু নেতানিয়াহুর কাছে ব্যাপক ব্যবধানে হেরে যান। আগামী নির্বাচনে তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী নির্বাচিত না হলেও নেতানিয়াহুকে বিপাকে ফেলতে সক্ষম হবেন বলে মনে করছেন বিশ্লেষকরা। নেতানিয়াহুর প্রতি অসন্তুষ্ট জাতীয়তাবাদী ভোটারদের একটি অংশকে নিজের পক্ষে টানতে সক্ষম হবেন তিনি। এতে জোট সরকার গঠন নেতানিয়াহুর জন্য কঠিন হয়ে দাঁড়াবে। এক বিবৃতিতে লিকুদ পার্টি বলছে, গত প্রাইমারিতে হার এবং দলে জনপ্রিয়তা তলানিতে ঠেকায় সার দল ছেড়েছেন। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।