পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীতে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে উত্তরা আজমপুর এলাকায় ট্রেনের ধাক্কায় শিউলি চৌধুরী (৪৭) নামে এক নারীর মৃত্যু হয়। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। নিহতের কাছে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে তার নাম জানতে পেড়েছে পুলিশ।
বিমানবন্দর রেল স্টেশনের পুলিশ ফাঁড়ির এএসআই হেদায়েত হোসেন জানান, উত্তরা-আজমপুর সংলগ্ন রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় কোনো এক ট্রেনের ধাক্কায় ওই নারী ঘটনাস্থলেই মারা যান। ঘটনাস্থলের পাশে একটি হাত ব্যাগ থেকে জাতীয় পরিচয় পেয়ে তার নাম জানা যায়। জাতীয় পরিচয় তার স্বামীর নাম ইসাক চৌধুরী। পরে ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
এদিকে গতকাল সন্ধ্যায় কলাবাগান বাসস্ট্যান্ড এলাকা থেকে জয়ই মামুন (৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। কলাবাগান থানার এসআই আক্তার হোসেন জানান, কলাবাগান বাসস্ট্যান্ডে এক ব্যক্তি অচেতন অবস্থায় পড়ে আছেন বলে খবর আসে। সন্ধ্যার দিকে ঘটনাস্থলে গিয়ে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। দ্রæত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, নিহতের কাছ থেকে পাওয়া জাতীয় পরিচয়পত্র থেকে তার পরিচয় পাওয়া জানা যায়। পরিচয়পত্রে দেখা যায়, তার বাবার নাম আব্দুল গনি তালুকদার। বাসা ৭০/১, ফ্রি স্কুল স্ট্রিট কলাবাগান। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মামুনের মৃত্যুর কারণ জানা যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।