Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুয়াশায় এগিয়ে ম্যাচের সময়

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০২০, ১২:০০ এএম

ঘন কুয়াশার কারণে ব্যাটসম্যানরা ভুগছিলেন, ফিল্ডারদের বল ধরতেও সমস্যা হচ্ছিল। গতপরশু রাতে জেমকন খুলনা-গাজী গ্রæপ চট্টগ্রামের ম্যাচে তৈরি হয়েছিল ধোঁয়াশাময় পরিস্থিতি। অগ্রহায়নের শেষে আবহাওয়ায় কুয়াশার দাপট দেখে এগিয়ে আনা হয়েছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ম্যাচের সময়।
আবহাওয়া অফিস স‚ত্রে জানা গেছে, পশ্চিমা লঘুচাপের প্রভাবে তৈরি ঘন কুয়াশা থাকবে আরও কয়েকদিন। সেকথা মাথায় রেখে টুর্নামেন্টের বাকি ম্যাচের সময়সূচিতে পরিবর্তনের কথা গতকাল সন্ধ্যা এক বিবৃতিতে জানিয়েছে বিসিবি। আজ, আগামী ১২ ও ১৪ ডিসেম্বর দিনের প্রথম ম্যাচে দেড়টার বদলে শুরু হবে বেলা ১২টায় আর সন্ধ্যা সাড়ে ৬টার ম্যাচ শুরু হবে বিকেল ৫টায়।
পাঁচ দলের এই টুর্নামেন্ট আছে শেষের দিকে। ১৫ ডিসেম্বর প্লে অফ রাউন্ডের দ্বিতীয় ম্যাচ আর ১৮ ডিসেম্বরের ফাইনাল হবে টি শুরু হবে বিকাল ৪টায়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ম্যাচ

২৭ সেপ্টেম্বর, ২০২২
২৭ সেপ্টেম্বর, ২০২২
২০ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ