Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বার্সাকে হারিয়েই গ্রুপ চ্যাম্পিয়ন জুভেন্টাস

ম্যানইউকে বিদায় করে শেষ ষোলোয় লাইপজিগ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০২০, ১২:০০ এএম

লা লিগায় সময়টা বাজে গেলেও চ্যাম্পিয়ন্স লিগে টানা পাঁচটি ম্যাচ জিতে যেন রীতিমতো উড়ছিল বার্সেলোনা। তবে ষষ্ঠ ম্যাচে এসে বাস্তবতা টের পেয়েছে দলটি। তাদের মাটিতে নামিয়েছে ইতালিয়ান পরাশক্তি জুভেন্টাস। ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে প্রথম লেগে ঘরের মাঠে হারের কঠিন প্রতিশোধই নিল দলটি।
ন্যু ক্যাম্পে গতপরশু রাতে বার্সেলোনাকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে জুভেন্টাস। ফলে গ্রæপ চ্যাম্পিয়ন হয়েই দ্বিতীয় রাউন্ডে পা রাখল ইতালির দলটি। সমান ১৫ পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে যায় তারা। প্রথম লেগের ম্যাচে ০-২ ব্যবধানে বার্সার কাছে হেরেছিল আন্দ্রেয়া পিরলোর শিষ্যরা।
পাশাপাশি একটি আক্ষেপ ঘুঁচেছে সময়ের অন্যতম সেরা তারকা রোনালদোর। লিওনেল মেসির সঙ্গে মুখোমুখি লড়াইয়ে এর আগে কখনোই গোল দিতে পারেননি তিনি। এদিন একেবারে জোড়া গোল করেই যেন প‚র্ণতা আনলেন এ পর্তুগিজ তারকা। রোনালদোর জোড়া গোলের সঙ্গে গোল পেয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের তরুণ মিডফিল্ডার ওয়েস্টন ম্যাককিনিও।
আর একই সাঙ্গ হয়েছে ন্যু ক্যাম্পে বার্সেলোনার স্বপ্নযাত্রা। ঘরের মাঠে এতোদিন যেন দুর্গ ছিল তাদের। চ্যাম্পিয়ন্স লিগে শেষ ৩৮টি ম্যাচে এ মাঠে অপরাজিত ছিল দলটি। সময়ের হিসেবে পেরিয়েছে সাত বছর। সবশেষ ২০১৩ সালে সেমিফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে এ মাঠে হেরেছিল তারা। লম্বা সময় পর এদিন বড় হারেই থামল তাদের জয়রথ।
তবে রাতটি আরো দুঃস্বপ্নের মতো ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য। চ্যাম্পিয়ন্স লিগের গ্রæপ পর্ব থেকেই যে বিদায় নিতে হলো ঐতিহ্যবাহী ইংলিশ ক্লাবটিকে। বাঁচা-মরার ম্যাচে তাদের বিপক্ষে দুর্দান্ত জয় তুলে প্রতিযোগিতার শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে আরবি লাইপজিগ।
ড্র হলেই চলত চ্যাম্পিয়ন্স লিগের সাবেক চ্যাম্পিয়ন ইউনাইটেডের। কিন্তু ‘এইচ’ গ্রæপের রোমাঞ্চকর লড়াইয়ে জার্মান ক্লাব লাইপজিগের মাঠে ৩-২ গোলে হেরে গেছে তারা। অথচ একই প্রতিপক্ষকে প্রথম দেখায় নিজেদের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ৫-০ গোলে বিধ্বস্ত করেছিল ওলে গানার সুলশারের দলের। নকআউটে ওঠা লাইপজিগের অর্জন ছয় ম্যাচে ১২ পয়েন্ট। সমান ম্যাচে ইউনাইটেড পেয়েছে ৯ পয়েন্ট। গ্রæপে তৃতীয় হওয়ায় তারা নাম লিখিয়েছে উয়েফা ইউরোপা লিগে।
ম্যাচের শুরুর দিকেই দুই গোলের ব্যবধানে পিছিয়ে পড়ে ইউনাইটেড। দ্বিতীয় মিনিটে লক্ষ্যভেদ করেন অ্যাঞ্জেলিনো। ১৩তম মিনিটে এই স্প্যানিশ ডিফেন্ডারের ক্রসে জালের ঠিকানা খুঁজে নেন আমাদৌ হাইদারা। এরপর ৬৯তম মিনিটে জাস্টিন ক্লুইভার্ট নিশানা ভেদ করলে স্বাগতিক লাইপজিগ দেখছিল অনায়াস জয়। তবে শেষদিকে উত্তেজনা ছড়ায় ম্যাচে। দুই মিনিটের দুই গোল করে খেলা জমিয়ে তোলে ইউনাইটেড। ৮০তম মিনিটে ব্রæনো ফার্নান্দেসের সফল স্পট-কিকের পর ৮২তম মিনিটে নিজেদের জালেই দুর্ভাগ্যক্রমে বল পাঠিয়ে দেন ইব্রাহিমা কোনাতে। কিন্তু সমতাস‚চক গোল আর পাওয়া হয়নি রেড ডেভিলসদের।
এদিকে, মাত্র ১৩ মিনিট খেলা হওয়ার পর গ্রæপের অন্য ম্যাচটি স্থগিত হয়ে যায়। চতুর্থ ম্যাচ অফিসিয়ালের বিরুদ্ধে ইস্তানবুল বাসাকসেহিরের সহকারী কোচকে বর্ণবাদী মন্তব্যের অভিযোগ তুলে মাঠে ছাড়েন দলটির খেলোয়াড়রা। পরে তাদের অনুসরণ করেন পিএসজির ফুটবলাররাও। পরিবর্তিত স‚চিতে গতকাল রাতে একই সময়ে ম্যাচটি মাঠে গড়িয়েছে। খেলা শুরু হয় ১৪তম মিনিট থেকে। নতুন অফিসিয়ালদের পরিচালনা করবেন ম্যাচটির ফল যাই হোক, ম্যানইউ হেরে যাওয়ায় শেষ ষোলোতে খেলা নিশ্চিত হয়ে গেছে পিএসজির।
এক নজরে ফল
জেনিথ ১-২ ডর্টমুন্ড
ল্যাজিও ২-২ ক্লাব ব্রæজ
বার্সেলোনা ০-৩ জুভেন্টাস
চেলসি ১-১ ক্রাসনোদার
লাইপজিগ ৩-২ ম্যানইউ
কিয়েভ ১-০ ফেরেন্সভারোস
রেনে ১-৩ সেভিয়া



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বার্সা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ