Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিঙ্গাপুরে ‘কোয়ান্টাম অফ দ্য সি’ প্রমোদতরীতে করোনা সনাক্ত, চরম দুর্ভোগে ১৭শ যাত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০২০, ৩:৩৩ পিএম

সিঙ্গাপুরে প্রায় ১৭’শ যাত্রীবাহী এক প্রমোদতরীতে করোনা রোগী সনাক্ত হওয়ায় জাহাজটিকে ফিরে যেতে বাধ্য করা হয়েছে। এর যাত্রীদের কেবিনে থাকার জন্য বলা হয়েছে। ‘কোয়ান্টাম অফ দ্য সি’ নামের ওই রয়্যাল ক্যারিবিয়ান জাহাজটি সোমবার সিঙ্গাপুর থেকে ছেড়ে যায়। কিন্তু এতে ৮৩ বছর বয়সী একজন পুরুষের দেহে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর প্রমোদতরীকে ফিরে যেতে বাধ্য করা হয় বন্দরে। সেখানে যাত্রীদের যার যার কেবিনে অবস্থান করতে বলা হয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সিঙ্গাপুর ট্যুরিজম বোর্ড (এসটিবি) জানায়, সোমবার জাহাজটি বন্দর ত্যাগের তিন দিন আগে কর্তৃপক্ষ বাধ্যতামূলকভাবে সব যাত্রীর কোভিড-১৯ পরীক্ষা করানো হয়। কিন্তু বুধবার করোনা আক্রান্ত ওই ৮৩ বছর বয়সী পুরুষ যাত্রী ডাইরিয়াসহ আরো কিছু উপসর্গ নিয়ে প্রমোদতরীর মেডিকেল সেন্টারে যান। তার করোনা সনাক্ত করা হয় বলে মেডিকেল বোর্ড জানিয়েছে। এরপর থেকেই ওই জাহাজের সকল যাত্রীকে কেবিনে অবস্থান করার জন্য নির্দেশ দেয়া হয়েছে এবং যাত্রীদের বন্দর ত্যাগ করার পূর্বে আবারো কোভিড-১৯ পরীক্ষা করানো হবে বলে জানিয়েছে সিঙ্গাপুর ট্যুরিজম বোর্ড। সূত্র : রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিঙ্গাপুর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ