Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দৌলতখানে ৫ নারীকে জয়িতা সংবর্ধনা

দৌলতখান(ভোলা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০২০, ২:৪০ পিএম

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে দৌলতখানে ৫ নারীকে শ্রেষ্ঠ ‘জয়িতা’ সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার( ৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাওছার হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ৫ ক্যাটাগরিতে সফল ৫ নারীকে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মনজুর আলম খান। শ্রেষ্ঠ ৫ জয়িতা হলেন, সফল জননী শ্রীমতি যোগমায়া দেবী, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন গড়ে তোলা নারী তাছনুর বেগম, অর্থনৈতিক সাফল্য অর্জনকারী সবিতা রাণী দাস, শিক্ষা ও চাকুরীতে সফল নারী তাসফিয়া বেগম, সমাজ উন্নয়নে নাহিদা পারভিন। এ সময় এলজিইডি’র উপজেলা প্রকৌশলী মাইদুল ইসলাম খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ, ইউপি চেয়ারম্যান জিএস ভুট্টো তালুকদার, ইয়াছিন লিটনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংবর্ধনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ