Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরিশালে বাংকার-টর্চার সেল সংরক্ষণ প্রকল্পের উদ্বোধন

বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০২০, ১২:০০ এএম

বরিশালে পাক বাহিনীর হত্যা, নির্যাতন, ধর্ষণ ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে মুক্তিযুদ্ধকালীন ব্যবহৃত বাঙ্কার ও টর্চার সেল সংস্কার ও সংরক্ষণ করা হচ্ছে। গতকাল মঙ্গলবার বিকেলে নগরীর বান্দ রোডে তৎকালীন ওয়য়াপদা বা পানি উন্নয়ন বোর্ডের কলোনী এলাকায় ৫০ বছর আগে পাকিস্তানী হানাদার বাহিনীর নির্মিত বাঙ্কার ও টর্চার সেল সংস্কার ও সংরক্ষণ প্রকল্পের উদ্বোধন করেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। এ সময় বরিশাল বিশ^বিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন, মেট্রোপলিটান পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, পুলিশ সুপার মো. সাইফুল ইসলামসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মুক্তিযুদ্ধ যাদুঘর, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, বরিশাল মুক্তিযোদ্ধা সংসদ, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ এই বাঙ্কার ও টর্চার সেল সংস্কার ও সংরক্ষণ প্রকল্পে বরিশাল সিটি কর্পোরেশনকে সহযোগিতা করেছে।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন বরিশালের নিরস্ত্র বাঙালী নারী-পুরুষদের ধরে এই টর্চার সেলে নির্মম নির্যাতন করা হত। মুক্তিযুদ্ধে হানাদারদের নির্মমতার সাক্ষী এই টর্চার সেল এবং বাঙ্কার অযতœ-অবহেলায় প্রায় ধ্বংস হয়ে গিয়েছিলো। স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের সংগঠকদের দাবির মুখে সিটি করপোরেশন ওয়াপদা কলোনীর প্রায় ১ একর ৩০ শতাংশ জমিতে প্রায় সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে এই টর্চার সেল ও বাঙ্কার সংস্কার এবং সংরক্ষণ প্রকল্প গ্রহণ করে। ৮ ডিসেম্বর বরিশাল মুক্ত দিবসে টর্চার সেল ও বাঙ্কার সংস্কার ও সংরক্ষণ কাজের উদ্বোধন করা হয়।
এ রকম একটি ঐতিহাসিক স্থাপনা সংস্কার হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন বরিশালের বীর মুক্তিযোদ্ধাসহ নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বরিশাল

২৯ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ