Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম সমিতি ইউএসএর সভাপতি আবদুল হাই জিয়ার ইন্তেকাল

সালাহউদ্দিন আহমেদ নিউইয়র্ক থেকে : | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০২০, ১২:০০ এএম

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ, চট্টগ্রাম সমিতি ইউএসএ-এর সভাপতি আবদুল হাই জিয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। গত সোমবার সন্ধ্যায় হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আগের দিন রোববার হার্ট অ্যাটাকে আবদুল হাই জিয়া গুরুতর অসুস্থ হলে তাকে এস্টোরিয়ার মাউন্ট সানাই হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতলে ভর্তির পর থেকেই তিনি জ্ঞানহীন অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তার ইন্তেকালের খবরে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। খবর ইউএনএ’র।
জানা যায়, গত ১ ডিসেম্বর দুপুরে ব্রæকলীনে চট্টগ্রাম সমিতি ভবনের সামনে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মরহুম শিক্ষক আবুল কালাম আজাদের জানাজায় সমিতির সভাপতি হিসেবে অংশগ্রহণ করেন আবদুল হাই জিয়া। এর দু’দিন পরেই তিনি অসুস্থ বোধ করতে শুরু করেন। গত রোববার রাতে বাসায় ফেরার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে হাসপাতালে নেয়া হয়। ধারণা করা হচ্ছে তিনি কোভিড-১৯ এ সংক্রমিত হয়েছেন।

চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি কাজী সাখাওয়াত হোসেন আজম গত সোমবার রাতে এই প্রতিনিধিকে আব্দুল হাই জিয়ার পরিবারের বরাত দিয়ে মৃত্যুর কথা জানিয়েছেন। তিনি জানান, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সন্তান আব্দুল হাই জিয়া নিউইয়র্কের এস্টোরিয়ার ডিটমার্সে সপরিবারের বসবাস করতেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও এক কন্যসহ বহু আতœীয়স্বজন রেখে গেছেন। কাজী আজম মরহুম জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইন্তেকাল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ