Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দাবি বাস্তবায়নে ১৩তম দিনেও কাপ্তাইয়ে স্বাস্থ্য সহকারীরা হাম-রুবেলা প্রশিক্ষণে যায়নি

কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০২০, ৪:৫৬ পিএম

কেন্দ্রিয় দাবি বাস্তবায়ন পরিষদের নির্দেশ মোতাবেক ১৩ তম দিনেও হামরুবেলা ক্যাম্পেইন প্রশিক্ষণ থেকে বিরত রইল স্বাস্থ্যহকারী,সহকারী স্বাস্থ্য পরিদর্শকগন।স্বাস্থ্য সহকারী বাংলাদেশ হেলথ্্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন কেন্দ্রিয় দাবি বাস্তবায়ন পরিষদ,স্বাস্থ্য পরিদর্শক,সহকারী স্বাস্থ্য পরিদর্শক সমস্বয়ে নিয়োগ বিধি সংশোধন সহ বেতন আপগ্রেডশন ও টেকনিক্যাল পদ মার্যাদার দাবিতে সারা দেশের ন্যায় কাপ্তাই উপজেলায় গত ২৬নভেম্বর২০ইং তারিখ হতে মঙ্গলবার( ৮ডিসেম্বর) ১৩তম দিনেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্রয়ের সামনে স্বাস্থ্যসহকারী সকাল ৯টা হতে দুপুর ২টা পযন্ত কর্মবিরতী পালন করছে। এদিকে ১৩ম দিনে হামরুবেলা ক্যাম্পেইন প্রশিক্ষণ হতে বিরত রয়েছে। কাপ্তাই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও দূর্গম এলাকায় নিয়মিত ইপিআই শিশু ও মা টিকা না পেয়ে কেন্দ্র হতে নিরাশ হয়ে ফিরে যাচ্ছে। টিকা নিতে আশা ছালমা বেগম বলেন,আমার শিশুকে টিকা দিতে না পাড়ায় হতাশা ভোগ করছি । আদো টিকা দিতে পাড়ব কিনা প্রতিনিধিকে হতাশা ব্যাক্ত করেন এছাড় দূর্গম হরিণছড়া ভাঙ্গমুড়া এলাকার নোহাইচিং মারমা একই কথা ব্যাক্ত করেন। কাপ্তাই উপজেলা বাংলাদেশ হেলথ্ এসিসট্যান্ট এসোসিয়েশন কমিটি সভাপতি অমলেন্দু চাকমা,সম্পাদক সনজিত কুমার তনচংগ্যা ও দাবি বাস্তবায়ন কমিটির আহবায়ক বিজন দেওয়ান উষাথুই মারমা এরা বলেন,আমাদের দাবি বাস্তবায়ন করা না হলে আমরা কর্মস্থলে ফিরে যাবনা। যত দিন কেন্দ্রিয় ভাবে ভালো কোন নির্দেশ না আসবে ততদিন কর্মবিরতী চলবে বলে উল্লেখ করেন। এদিকে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য পঃপ কর্মকর্তা ডাঃ মাসুদ আহমেদ চৌধুরী বলেন, তাদেরকে চিঠি দেওয়া হয়েছে কর্মস্থলে ফিরে যাওয়ার জন্য না গেলে সরকারি নিয়ম অনুযায়ী চিঠি দিয়ে ব্যবস্থা নেওয়া কথা উল্লেখ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কর্মবিরতি

১৩ আগস্ট, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ