রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কুমিল্লা উত্তর জেলা কমিটির সাবেক দফতর সম্পাদক ও দাউদকান্দি উপজেলা আ.লীগের সাবেক সভাপতি আবুল হাসেম সরকারকে কুমিল্লা উত্তর জেলা আ.লীগের কমিটিতে অন্তর্ভুক্তি করার দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। গত রোববার দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ডে আ.লীগ ও সহযোগি অঙ্গসংগঠনের ব্যানারে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বিগত জেলা কমিটির সদস্য দাউদকান্দি উপজেলা আ.লীগের সহ-সভাপতি আব্দুল আওয়াল ভঁ‚ইয়া, উপজেলা যুবলীগের আহবায়ক মো. আনোয়ার হোসেন, সদস্য জুলহাস, হাসানুজ্জান, উপজেলা শ্রমীকলীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, ১৯৭৫ সালে স্বপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার পর দাউদকান্দিতে হাতেগোনা যে কয়েকজন নেতা সাংগঠনিক কার্যক্রম চালিয়েছেন তাদের মধ্যে অন্যতম আবুল হাসেম সরকার। সাংগঠনিক কার্যক্রম করতে গিয়ে বিভিন্ন সময়ে হামলা মামলার স্বীকার হলেও দলের হাল ছাড়েননি তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।