নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
প্রায় ৯ মাস পর ইংলিশ প্রিমিয়ার লিগে মাঠে ফেরে দর্শক। স্বাস্থ্যবিধি মেনে দুই হাজার দর্শককে মাঠে ঢোকার অনুমতি দেওয়া হয়েছিল। তাদের ফুটবলীয় আনন্দ দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
আক্রমণাত্মক ফুটবলে ম্যানইউকে কাঁপিয়ে দিয়ে প্রথমার্ধে এগিয়ে যায় ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। কোণঠাসা ওলে গুনার সুলশারের দল জেগে উঠল দ্বিতীয়ার্ধে। হারের শঙ্কা উড়িয়ে দারুণ এক জয় নিয়ে ফিরল প্রতিপক্ষের মাঠ থেকে।
গতপরশু লন্ডন স্টেডিয়ামে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ৩-১ গোলে জিতেছে প্রতিযোগিতার সফলতম দলটি। টমাস সুসেকের গোলে ওয়েস্ট হ্যাম এগিয়ে যাওয়ার পর সমতা টানেন পল পগবা। ম্যাসন গ্রিনউড ইউনাইটেডকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান মার্কাস র্যাশফোর্ড। লিগের গত দুই আসরে এই মাঠে হেরেছিল ইউনাইটেড।
১০ ম্যাচে ছয় জয় ও এক ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে ইউনাইটেড। এক ম্যাচ বেশি খেলে ১৭ পয়েন্ট নিয়ে সাতে আছে ওয়েস্ট হ্যাম। দিনের আরেক ম্যাচে ফুলহ্যামকে ২-০ গোলে হারানো ম্যানচেস্টার সিটি ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পাঁচে আছে। নিজেদের মাঠে লিডস ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়ে শীর্ষে উঠেছে চেলসি। প্যাট্রিক ব্যামফোর্ডের গোলে দলটি পিছিয়ে পড়ার পর সমতা টানেন অলিভিয়ে জিরুদ। দ্বিতীয়ার্ধে কুর্ত জুমা স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান ক্রিস্টিয়ান পুলিসিক। ১১ ম্যাচে চেলসির ২২ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ২১ পয়েন্ট করে নিয়ে টটেনহ্যাম হটস্পার দুইয়ে ও লিভারপুল তিনে আছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।