Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতক্ষীরায় দিন মজুরকে কুপিয়ে খুন, দ্বিতীয় স্ত্রীসহ আটক তিন

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০২০, ৪:৫৩ পিএম

সাতক্ষীরায় এক দিন মজুরকে কুপিয়ে খুন করা হয়েছে। শনিবার (০৫ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১২ টার দিকে বাঁশ বাগান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতের নাম আব্দুল আজিজ মোল্লা (৫৭)। তিনি সদর উপজেলার ব্রষ্মরাজপুর ইউনিয়নের পূর্ব দহাকুলা গ্রামের এনাম উল্লাহ মোল্লার ছেলে।
স্থাণীয় ওয়ার্ড মেম্বার কামরুল ইসলাম বলেন, অত্যান্ত নিরীহ প্রকৃতির আব্দুল আজিজ বাড়ির পাশে বাঁশ বাগানে পাখি ধরার জন্য জাল টানিয়ে ছিলেন। অনেক রাত হওয়ার পরও তিনি বাড়িতে না যাওয়ায় আজিজের ছেলে সফিকুল ইসলাম বাঁশ বাগানে আসে। সে বাগানে এসে দেখে তার বাবাকে কে বা কারা মাথায় ও ঘাড়ে কুপিয়ে খুন করেছে।
সফিকুল বিষয়টি জানানোর পর তিনিসহ এলাকার লোকজন বাগানে যান। পরে খবর পেয়ে পুলিশ আসে।
সদর থানার ওসি আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, এঘটনায় জড়িত থাকার সন্দেহে নিহতের দ্বিতীয় স্ত্রী রোকেয়া খাতুন, প্রতিবেশী জোহরা খাতুন ও ভাতিজা নজরুল ইসলামকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুপিয়ে হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ