Inqilab Logo

সোমবার, ১০ জুন ২০২৪, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৩ যিলহজ ১৪৪৫ হিজরী

উলিপুরে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

উলিপুর (কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০২০, ৪:৩১ পিএম

কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণার্ধীন ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে কুড়িগ্রামের উলিপুরে অধ্যাপক এম.এ মতিন এমপি’র নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ ও কৃষকলীগ। রবিবার (০৬ ডিসেম্বর) দুপুরে শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পৌর শহরের প্রাণকেন্দ্র গবা মোড়ে সমাবেশে মিলিত হয়।
এ সময় সমাবেশে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম.এ মতিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কবির উদ্দিন সরকার, প্রবীণ আওয়ামীলীগ নেতা ও বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, দপ্তর সম্পাদক প্রভাষক নিমাই সিংহ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা ও এমডি ফয়জার রহমান, পাঁচপীর কেরামতিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও. শফিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রুবেল প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানববন্ধন

২২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ