Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আটকে যাওয়া পরীক্ষা: বিভাগগুলোকে সিদ্ধান্ত নিতে নির্দেশ চবি কর্তৃপক্ষের

চবি সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০২০, ২:৪৮ পিএম

করোনা পরিস্থিতিতে আটকে যাওয়া পরীক্ষা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে বিভাগের সভাপতিদের নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।


বৃহস্পতিবার বিভাগের সভাপতিদের এ বিষয়ে একটি নোটিশ দেওয়া হয়েছে বলে জানান রেজিস্ট্রার এস এম মনিরুল হাসান।


তিনি দৈনিক ইনকিলাবকে বলেন, বৃহস্পতিবার ডিন অফিস গুলোতে এই নোটিশ পাঠানো হয়।যা রোববার বিভাগের সভাপতিদের নিকট পৌঁছে যাবে।

তিনি আরও বলেন, এই বিষয়ে পূর্বেই নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যা এখন বাস্তবায়ন করা হচ্ছে। গুরুত্বানুসারে পরীক্ষা গুলো নেওয়া হবে । এক্ষেত্রে স্নাতক শেষ বর্ষের পরীক্ষা গুলো অগ্রাধিকার দেওয়া হবে । মৌখিক এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা গুলো নেওয়া হয়ে গেলে বিভাগ গুলো চাইলে লিখিত পরীক্ষাও নিতে পারবে । "

বিগত দুই মাস ধরে শিক্ষার্থীরা স্হগিত পরীক্ষা নেওয়ার জন্য মানববন্ধন করে যাচ্ছে। দুইবার স্মারকলিপি প্রদানের পর সর্বশেষ ৩রা ডিসেম্বর অনশন কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। পরীক্ষা নেওয়ার নোটিশ পাওয়ায় এই কর্মসূচি স্হগিত করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চবি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ