বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও দৈনিক যুগান্তর প্রতিনিধি আবু জাফর এবং গাজী টেলিভিশনের প্রতিনিধি সোহরাওয়ার্দী শ্যামলের বিরুদ্ধে দায়েরকৃত মানহানীর মামলা প্রত্যাহারের দাবিতে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় মানববন্ধন করেছে কেরানীগঞ্জে কর্মরত সাংবাদিকরা। কেরানীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে কদমতলী গোলচত্বর এলাকায় ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে ইলেট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন অংশ নেন। এসময় সাংবাদিকরা অবিলম্বে দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত ‘মিথ্যা’ মানহানীর মামলা প্রত্যাহারের দাবি জানান। মানববন্ধনে বক্তব্য দেন কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সালাউদ্দিন মিয়া, সাবেক সভাপতি শফিক চৌধুরী, সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সভাপতি আব্দুল গনি, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেন, সহ-সভাপতি ইকবাল হোসেন রতন প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন মিয়া আব্দুল হান্নান, আলমগীর হোসেন, ইউসুফ আলী, শেখ মো: শামীম, মোস্তফা কামাল, শহিদুল ইসলামসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।।
উল্লেখ্য গত ১৭ অক্টোবর দৈনিক যুগান্তরে ‘কেরানীগঞ্জে ইউপি প্যাড জাল করে চেয়ারম্যানের বিরুদ্ধে গনস্বাক্ষর’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এর জের ধরে ২২ অক্টোবর চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে দুই সাংবাদিকের বিরুদ্ধে মানহানীর মামলা করেন আওয়ামীলীগ নেতা আবু সিদ্দিক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।