Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হোয়াইটওয়াশ এড়াল ভারত

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

সিরিজের প্রথম দুটি ম্যাচ হয়েছে সিডনিতে। দুই ম্যাচেই টস জিতে আগে ব্যাট করে আধিপত্য দেখিয়ে জিতেছে অস্ট্রেলিয়া। তিন ম্যাচের সিরিজও গেছে তাদের পকেটে। গতকাল শেষ ম্যাচে ভেন্যু ছিল ক্যানবেরার মানুকা ওভাল। স্বাভাবিকভাবেই জিততে মরিয়া ছিলেন বিরাট কোহলি। সে জন্যই কি আগের দুই ম্যাচে অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চের পথে হেঁটেছেন ভারত অধিনায়ক? টস জিতে আগে ব্যাট করায় অবশ্য কাজও হলো। সিরিজের এই ম্যাচে শেষে ভারত যেমন জয়ের দেখা পেয়েছে, তেমনি ম্যাচটাও হয়েছে জমজমাট।
আগে ব্যাট করে অস্ট্রেলিয়াকে ৩০৩ রানের লক্ষ্য দিয়েছিল ভারত। আগের দুই ম্যাচেই প্রায় ৪০০ রান তোলা অস্ট্রেলিয়ার জন্য এ লক্ষ্য অনেকের কাছে মামুলি মনে হতেই পারে। কিন্তু খেলাটা ক্রিকেট আর প্রতিদিনই তো সবার সমান যায় না। অধিনায়ক ফিঞ্চের ব্যাট থেকে এসেছে ৭৫। মিডলঅর্ডারে কেউ দাঁড়াতে পারেননি। সাতে নামা গেøন ম্যাক্সওয়েল আরেকটু হলেই ভারতকে ধবলধোলাই করতে পারতেন। তবে ৪৪.৩ ওভারে ম্যাক্সওয়েল বুমরার বলে বোল্ড হতেই ঘুরে যায় ম্যাচের মোড়। ৪ ছক্কা ও ৩ চারে ৩৮ বলে ৫৯ রান করেন ম্যাক্সওয়েল।
ম্যাক্সওয়েল আউট হওয়ার পর ৩৩ বলে ৩৫ রান দরকার ছিল অস্ট্রেলিয়ার। হাতে ৩ উইকেট। অন্য প্রান্তে অ্যাশটন অ্যাগার থাকায় তখনো আশা ছিল অস্ট্রেলিয়ার। অ্যাগার স্পিনার হলেও মোটামুটি ভালোই ব্যাট চালাতে জানেন। কিন্তু ৪৭তম ওভারের শেষ বল ও পরের ওভারের প্রথম বলে শন অ্যাবট (৪) ও অ্যাগারকে (২৮) তুলে নিয়ে জয়ের পাল্লা নিজেদের দিকে ভারী করে ভারত।
উইকেটে তখন অস্ট্রেলিয়ার শেষ উইকেট জুটি অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড। জিততে হলে শেষ ওভারে দরকার ১৫ রান। ডেথ ওভারে ভারতের সেরা বোলার যশপ্রীত বুমরাকে আক্রমণে আনেন কোহলি। এরপর যা হওয়ার তা-ই হয়েছে। তৃতীয় বলে জাম্পাকে এলবিডবিøউর ফাঁদে ফেলে ভারতকে ১৩ রানের জয় এনে দেন বুমরা। শেষ ম্যাচটা জিতে অন্তত সিরিজ হারের সান্ত¡না পেল ভারত। অস্ট্রেলিয়া সিরিজ জিতল ২-১ ব্যবধানে। ভারতের হয়ে ৩ উইকেট শার্দ‚ল ঠাকুরের। ২টি করে উইকেট বুমরা ও নটরাজনের।
এর আগে ভারতের ইনিংস ৩০০ পার হয়েছে ষষ্ঠ উইকেটে রবীন্দ্র জাদেজা ও হার্দিক পান্ডিয়ার অবিচ্ছিন্ন ১৫০ রানের জুটিতে। ৭৬ বলে ৯২ রানে অপরাজিত ছিলেন পান্ডিয়া। অন্য পাশে ৫০ বলে ৬৬ রানে অপরাজিত ছিলেন জাদেজা। কোহলির ব্যাট থেকে এসেছে ৬৩ রান। অস্ট্রেলিয়ার হয়ে ২ উইকেট নেন অ্যাগার।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ