মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিশ্বের বিভিন্ন দেশ করোনা ভ্যাকসিন তৈরির সফলতা দাবি করেছে। অনেক ক্ষেত্রে এসব ভ্যাকসিন মানবদেহে প্রয়োগও করা হয়েছে। এদিকে চীনের ভ্যাকসিন নিয়েছে উত্তর কোরিয়ান প্রেসিডেন্ট।
তৃতীয় ধাপের ট্রায়ালে অংশ নেয়া দেশগুলোকে পরবর্তী কয়েক মাসে কোটি কোটি ভ্যাকসিন সরবরাহ করতে বিশাল প্রস্তুতি গ্রহণ করেছে চীন।
মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, শেনজেন বিমানবন্দরে টিকা সংরক্ষণাগার প্রস্তুত করা হয়েছে। পুরো এলাকা ঢাকা হয়েছে নিরাপত্তার চাদরে।
চীনের টিকার তৃতীয় ধাপের ট্রায়ালে অংশ নেয় ১৬টি দেশ। এই দেশগুলোকেই মূলত প্রথম লটের টিকা দেবে দেশটি। বাংলাদেশও এই তালিকায় থাকতো পারতো; কিন্তু তহবিল সংক্রান্ত সমঝোতায় না আসতে পারায় ঢাকায় ট্রায়াল হয়নি।
চীন ঠিক কোন কোন দেশে এখন টিকা পাঠাবে, তা এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, উন্নয়নশীল দেশগুলোকে তালিকায় রাখা হয়েছে।
এই টিকা দিয়ে চীন বৈশ্বিক রাজনীতিতেও প্রভাব ফেলতে চায়। প্রতিবেশী অনেক দেশ টিকার জন্য লাইন দিচ্ছে।
চীনের টিকার পাশাপাশি ইতিমধ্যে অক্সফোর্ডসহ আরও চারটি টিকার অগ্রগতি সম্পর্কে জানা গেছে। এগুলো হলো ফাইজার-বায়োএনটেক, স্পুটনিক ও মডার্না। ফাইজারের তৈরি করোনাভাইরাসের (কভিড-১৯) টিকা ৯৫ শতাংশ পর্যন্ত কার্যকর বলে দাবি করা হয়েছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের আরেক বহুজাতিক ওষুধ কোম্পানি মডার্না ইনকরপোরেশন গত সপ্তাহে জানায়, তাদের তৈরি টিকা করোনা ঠেকাতে ৯৪ দশমিক ৫ শতাংশ কার্যকর। আর রাশিয়ার দাবি, তাদের তৈরি স্পুটনিক টিকার কার্যকারিতা ৯০ শতাংশের বেশি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।