মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত একটি ছবি পোস্ট করা নিয়ে চীন ও অস্ট্রেলিয়ার মধ্যে উত্তেজনা আবারও তুঙ্গে উঠেছে। ওই ছবি পোস্ট করার পর অস্ট্রেলিয়া এটিকে ‘ভুয়া’ বলে তীব্র নিন্দা জানিয়ে চীনকে ক্ষমা চাইতে বলেছে। চীনের সমালোচনায় সরব হয়েছে নিউজিল্যান্ডও। তবে চীন বলছে, তারা ক্ষমা চাইবে না। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্ন ওই পোস্টের ব্যাপারে বেইজিংয়ের কাছে তার উদ্বেগের কথা জানিয়েছেন। মঙ্গলবার আর্ডার্ন বলেন, ওই ছবি ব্যবহারের ব্যাপারে চীনের কর্তৃপক্ষের কাছে সরাসরি উদ্বেগ প্রকাশ করেছে নিউজিল্যান্ড। তিনি বলেন, এটা একটি অবাস্তব পোস্ট ছিল এবং এটা অবশ্য আমাদের উদ্বিগ্ন করে তুলবে। তাই এ বিষয়ে আমরা সরাসরি আমাদের উদ্বেগের কথা জানিয়েছি। এ ধরনের উদ্বেগের বিষয় থাকলে নিউজিল্যান্ড সরাসরিই তা জানিয়ে থাকে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান সোমবার কম্পিউটার-জেনারেটেড ওই ছবি টুইটারে পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে, ভেড়া ধরে রাখা এক আফগান শিশুর গলা কাটছে অস্ট্রেলিয়ার একজন সেনা। ছবির নিচে ক্যাপশনে লিখেন, ‘ভয় পেয়ো না, আমরা তোমাদের জন্য শান্তি নিয়ে আসছি’। আফগানিস্তানে অস্ট্রেলিয়ার সেনাদের দ্বারা যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে, এমন একটি প্রতিবেদনের দিকে ইঙ্গিত করে এই ছবি প্রকাশ করে বেইজিং। চলতি মাসের শুরুতে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, ৩৯ জন আফগান বেসামারিক ব্যক্তি ও বন্দিকে হত্যায় ২৫ জন অস্ট্রেলিয়ান সেনা জড়িত থাকার ‘বিশ্বাসযোগ্য তথ্য’ পাওয়া গেছে। অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স (এডিএফ) ওই তদন্ত চালায়। সেখানে বলা হয়, ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত এসব হত্যাকাÐের ঘটনা ঘটে। ওই রিপোর্ট প্রকাশ পাওয়ার পর নিন্দার ঝড় উঠে। এসব ঘটনা এখন খতিয়ে দেখছে অস্ট্রেলিয়ার পুলিশ। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।