Inqilab Logo

বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১, ২৭ যিলহজ ১৪৪৫ হিজরী

উচ্চ শব্দে গান শোনায় কিশোরকে গুলি করে হত্যা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

উচ্চ শব্দে গান শোনার জেরে এক কৃষ্ণাঙ্গ কিশোরকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। নিহত কিশোরের নাম আইদান এলিসন। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের অরেগন অঙ্গরাজ্যে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানায়, দেশটির সবচেয়ে বড় উৎসব থ্যাংকসগিভিংয়ের সপ্তাহে স্থানীয় সময় ২৩ নভেম্বর অরেগনের অ্যাশল্যান্ডের স্টার্টফোর্ড ইনে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, স্টার্টফোর্ড ইনের পার্কিং লটে এলিসন উচ্চ শব্দে গান শুনছিল। ওই পার্কিং লটে ৪৭ বছর বয়সী রবার্ট পল কিগান নামের এ ব্যক্তিও ছিলেন। উচ্চ শব্দে গান বাজানো নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে রবার্ট ক্ষিপ্ত হয়ে তার কাছে থাকা বন্দুক বের করে এলিসনের বুকে একটি গুলি করেন। এতে ঘটনাস্থলেই এলিসনের মৃত্যু হয়। সিএনএন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ